বাগদা, 26 অগাস্ট : চাকরি দেওয়ার নাম করে কয়েক লাখ টাকা প্রতারণার অভিযোগ প্রাথমিক স্কুলের শিক্ষকের বিরুদ্ধে । উত্তর 24 পরগনার বাগদার ঘটনা ৷ অভিযুক্ত শিক্ষকের নাম শুভেন্দু সরকার ৷ উত্তর 24 পরগনার হালিশহর মেইন পাড়ার বাসিন্দা । বাগদা রানিহাটি স্বস্তিপাড়া প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন ৷
বনগাঁর বাসিন্দা স্বপনকান্তি মণ্ডল, পরিতোষ মণ্ডল ও গৌতম সাধুর সঙ্গে 2016 সালে পরিচয় হয় শুভেন্দুর । তাঁদের সে জানায়, উপর মহলে ভালো যোগাযোগ আছে । টাকা দিলে সে চাকরি পাইয়ে দিতে পারবে । চাকরি পাওয়ার লোভে ওই তিনজন শুভেন্দুকে মোট সাড়ে 9 লাখ টাকা দেয় । অভিযোগকারীদের দাবি, শুভেন্দু তাঁদের বলেছিল চাকরি না দিতে পারলে টাকা ফেরত দিয়ে দেবে । কিন্তু অভিযোগ দীর্ঘদিন কেটে গেলেও চাকরি পাননি কেউ ৷ এরপর চাকরি না দিতে পারায় তাঁরা শুভেন্দুর কাছে টাকা ফেরত চান । কিন্তু অভিযোগ, কয়েকদফায় কিছু টাকা ফেরত দিলেও এখনও 5 লাখ 68 হাজার টাকা ফেরত দেয়নি সে । টাকা চাইতে গেলে উলটে তাঁদের হুমকি দিচ্ছে । টাকা না দিয়ে অন্যত্র বদলি নিয়ে পালিয়ে যাওয়ার ছকও কষেছিল ৷ কিন্তু তার আগেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷