বসিরহাট, 19 মার্চ : কোরোনা গুজবে সামাজিক বয়কটের শিকার হওয়া সেই চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন । চিকিৎসক মেয়ে চিনে ছিল শুধুমাত্র সেই অজুহাতে সামাজিক বয়কটের মুখে পড়েছিল বসিরহাটের খোলাপোঁতার ওই পরিবার । বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বয়কট হওয়া চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়াল প্রশাসন ।
বসিরহাটের খোলাপোঁতা গ্রামে বাড়ি চিকিৎসক ঋতুপর্ণা মণ্ডলের । তিনি চিনে ছ'বছর ছিলেন । এখন তিনি দিল্লিতে চিকিৎসক হিসেবে কর্মরত । সম্প্রতি খোলাপোঁতা গ্রামে রটিয়ে দেওয়া হয়েছে ঋতুপর্ণার পরিবার কোরোনার ভাইরাস বহন করছে । তারপর থেকে ওই পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে । এমনকী ওই বাড়ির পরিচারিকাকেও কাজ করতে যেতে বারণ করা হয়েছে । সেই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসল পুলিশ-প্রশাসন ।