বারাসত, 20 ডিসেম্বর : মেদিনীপুর জেল থেকে পালিয়েও শেষ রক্ষা হল না রাজীব দাস খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মূল আসামি মিঠুন দাসের । 20 দিনের মাথায় সেই বারাসত থেকেই পাকড়াও করা হল তাঁকে । গতকাল গভীর রাতে বারাসতের ম্যান্ডেলা কলোনির বাড়ি সংলগ্ন এলাকা থেকে মিঠুনকে হাতেনাতে ধরে পুলিশ । রাতেই তাকে নিয়ে আসা হয় বারাসত থানায় ।
পুলিশ সূত্রে খবর, জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মিঠুনকে তুলে দেওয়া হবে তাদের হাতে । বারাসতের রাজীব দাস হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামির মধ্যে মিঠুন দাস ও মনোজিৎ বিশ্বাসকে সম্প্রতি আলিপুর সেন্ট্রাল জেল থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর জেলে । সেখান থেকেই 30 নভেম্বর গাছ বেয়ে পাঁচিল টপকে পালিয়ে যায় তারা । যা ঘিরে শোরগোল পড়ে বিভিন্ন মহলে ।
পলাতক ওই আসামিদের খোঁজে বিভিন্ন জায়গায় শুরু হয় চিরুনি তল্লাশি । 2 ডিসেম্বর ব্যারাকপুরের বীজপুর এলাকা থেকে মনোজিৎ-কে গ্রেপ্তার করে পুলিশ । তবে অপর সাজাপ্রাপ্ত আসামি মিঠুন ছিল পুলিশের নাগালের বাইরে । কিছুতেই তাকে ধরা যাচ্ছিল না । অবশেষে গতকাল রাতে সূত্র মারফত পুলিশের কাছে খবর আসে, বাড়ির কাছেই ঘোরাঘুরি করছে সে । দেরি না করে বারাসত থানার পুলিশের একটি টিম অভিযান চালায় সেখানে । আর তাতেই মেলে সাফল্য । হাতেনাতে পাকড়াও করা হয় মিঠুন দাসকে । গ্রেপ্তারের পরই তাকে সোজা নিয়ে আসা হয় বারাসত থানায় । রাতে সেখানেই রাখা হয় মিঠুনকে ।