পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা - Habra

ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের ৷ দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেহ দুটি দেখতে পান প্রতিবেশীরা ৷

হাবড়া
হাবড়া

By

Published : Jan 21, 2021, 5:32 PM IST

হাবড়া, 21 জানুয়ারি : ছেলেকে খুন করে আত্মঘাতী বাবা । উত্তর 24 পরগনার হাবড়া এলাকার ঘটনা ৷ পুলিশ সূত্রের খবর, মৃতের নাম উত্তম ঘোষ (34) ও উদ্দীপ্ত ঘোষ (7) ৷ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন : দোলনার কাপড়ে গলায় ফাঁস লেগে মৃত্যু নাবালকের

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত উত্তম ঘোষ পেশায় ব্যবসায়ী ৷ বাড়িতে স্ত্রী, ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন তিনি ৷ এদিন তাঁর স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না ৷ দুপুরে দিকে ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ অনেক ডাকাডাকির পরেও কেউ দরজা খোলেনি ৷ অবশেষে প্রতিবেশীরাই দরজা ভেঙে ভেতরে ঢোকে ৷ স্থানীয় সূত্রের খবর, ভেতরে ঢুকেই খাটের ওপর উদ্দীপ্তর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ পাশেই উত্তমের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা ৷ এরপরেই দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ সূত্রের খবর, উদ্দীপ্তর মাথায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে ৷ ভারী কিছু দিয়ে উদ্দীপ্ত মাথায় আঘাত করে উত্তম ৷ এরপর আত্মঘাতী হয় সে ৷ তবে, ঠিক কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details