হিঙ্গলগঞ্জ, 28 অগাস্ট : মদ খাওয়ার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে । পরে মায়ের অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ । ঘটনাটি ঘটেছে গতকাল রাতে উত্তর 24পরগনার হিঙ্গলগঞ্জের মালোপাড়া এলাকায় ।
মত্ত যুবক, প্রতিবাদে বাবা খুন - উত্তর 24পরগনার হিঙ্গলগঞ্জের মালোপাড়া এলাকা
মদ খাওয়ার প্রতিবাদে বাবা একটু বকাবকি করাতেই মেজাজ হারায় হিঙ্গলগঞ্জের বিশ্বজিৎ হালদার । বাবাকে বেধড়ক মারধর শুরু করে ছেলে । তারপর শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে ।
পুলিশ সুত্রে খবর, মৃতের নাম বাসুদেব হালদার (64) । অভিযুক্ত ছেলে বিশ্বজিৎ হালদারের বয়স 24 বছর ৷ পেশায় মৎস্যজীবী । মা অঞ্জলি হালদার জানান, দীর্ঘ দিন ধরেই ছেলে নেশা করে বাড়িতে এসে গন্ডগোল করত । আগেও একবার বিশ্বজিৎ বাবা-মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল । গতকাল রাতেও মদ খেয়ে বাড়িতে ঢুকে হুজ্জতি শুরু করেছিল ছেলে । মদ খাওয়ার প্রতিবাদে বাবা একটু বকাবকি করাতেই মেজাজ হারায় বিশ্বজিৎ । বাবাকে বেধড়ক মারধর শুরু করে ছেলে । তারপর শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে । মা অঞ্জলি প্রতিবাদ করলে তাঁকেও বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ জানান মা । আজ ভোরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় । মা তাঁর ছেলের বিরুদ্ধে স্বামীকে খুনের অভিযোগ দায়ের করে হিঙ্গলগঞ্জ থানায় । পুলিশ ছেলে বিশ্বজিৎকে গ্রেপ্তার করে ।
এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে । গ্রামবাসীদের অভিযোগ প্রায়ই ছেলের মদ খাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল হত বাড়িতে । আগেও বেশ কয়েকবার বিশ্বজিৎ বাবা ও মায়ের উপর অত্যাচার করেছে । সেই ঘটনার পুনরাবৃত্তি এইবার চরম পর্যায়ে পৌঁছাল । একেবারে বাবাকে খুন করে বসল । অভিযুক্ত বিশ্বজিৎ হালদারকে আজ বসিরহাট মহকুমা আদালতে তুললে বিচারক তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন ।