বাদুড়িয়া, 10 ফেব্রুয়ারি : খনিজ তেলের সন্ধানে ডিনামাইট বিস্ফোরণ বাদুড়িয়ায় । গতকাল রাতে ওএনজিসি-র তরফ থেকে ডিনামাইট ফাটানো হয় । ফলে কয়েকটি বসতবাড়ি ও চাষের জমির ক্ষতি হয়েছে । উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামের ঘটনা ।
খনিজ তেলের সন্ধান করতে গিয়ে সোমবার রাতভর ডিনামাইট ফাটায় ওএনজিসি কর্তৃপক্ষ । ভোরের আলো ফুটতেই দেখা যায়, ওই এলাকায় বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । দেওয়ালে ফাটল ধরেছে । জানলার কাচে চিড় ধরেছে । চাষের জমির ক্ষতি হয়েছে । তারপরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা । তাদের দাবি, না জেনে বুঝে ওএনজিসির কর্মীরা তেলের খনির সন্ধান করতে গিয়ে ডিনামাইট ফাটিয়েছে । তাতে বাড়িঘর ও চাষের জমির ক্ষতি হয়েছে । এর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে ।
অশোকনগরে ওএনজিসি সম্প্রতি খনিজ তেলের উত্তোলন কেন্দ্র চালু হয়েছে । কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কিছুদিন আগে ওই কেন্দ্রের উদ্বোধন করেছেন । তারপর থেকে পার্শ্ববর্তী হাবড়া, দেগঙ্গা, বাদুড়িয়া ও গাইঘাটার বিভিন্ন গ্রামে ওএনজিসি খনিজ তেলের সন্ধানে নেমেছে । আর তা করতে গিয়েই রায়পুরে বিপত্তি । স্থানীয় বাসিন্দা শাহনুর মণ্ডল ও মীরা বিবি বলেন, "আমরা গরিব মানুষ। চাষবাস আমাদের জীবিকা । খনিজ তেল খুঁজতে গিয়ে ওএনজিসি এমন অপরিকল্পিতভাবে ডিনামাইট ফাটাবে, তা ভাবিনি । আমাদের বাড়িঘরে ফাটল ধরেছে। চাষের জমিরও ক্ষতি হয়েছে। আমরা উপযুক্ত ক্ষতিপূরণ চাই।"
আরও পড়ুন, সাড়া নেই প্রাণের, সুরঙ্গে ছাই আর জল; 32 দেহ উদ্ধার উত্তরাখণ্ডে
বিডিও সুপর্ণা বিশ্বাস বলেন, "ওএনজিসি খনিজ তেলের সন্ধানে ডিনামাইট ফাটিয়েছে । তাতে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বলেছি, তাঁরা তাদের ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়ে স্থানীয় পঞ্চায়েতে আবেদন করবেন । ক্ষতিপূরণের পরিকল্পনা করছি । ওএনজিসিকে আপাতত কাজ বন্ধ রাখতে বলেছি।"