হাবরা,1 মার্চ: সারা ভারত কিষান ও খেত মজদুর সংগঠনের ডাকে উত্তর 24 পরগনার হাবরা থেকে শুরু হল কিষান মার্চ ৷ ফসলের ন্যায্য মূল্য ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কৃষকরা হেঁটে রাজভবন ও নবান্নে অভিযান করছেন আজ ৷
হাবরা থেকে শুরু হল কৃষকদের লংমার্চ - Rajbhaban
কৃষকদের 11 দফা দাবি নিয়ে আজ থেকে শুরু হল কিষান লং মার্চ ৷ হাবরা থেকে রাজভবন পর্যন্ত যাবে এই মিছিল ৷ ফসলের ন্যায্য দাম,ঋণমকুব ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কৃষকরা পদযাত্রা করবেন রাজভবন ও নবান্নে ৷ জমা দেবেন স্মারকলিপি
ফসলের ন্যায্য দাম,ঋণ মকুব, সারের কালোবাজারি ও দালাল ও ফোড়ে রাজের বিরূদ্ধে প্রতিবাদ জানাতে সারা ভারত কিষান ও খেত মজদুর সংগঠনের ডাকে শুরু হল আজ থেকে শুরু হল কিষান মার্চ । আজ সকালে হাবরা স্টেশন থেকে এই পদযাত্রা শুরু হয় । উত্তরবঙ্গের উত্তরকন্যা, দক্ষিণ 24 পরগনার জয়নগর ও পূর্ব মেদিনীপুরের মেচেদা থেকে আলাদা চারটি মিছিল কলকাতার রাজ ভবন ও নবান্নের দিকে পাড়ি দিয়েছে । কৃষকদের মোট 11 দফা দাবি রয়েছে । আগামীকাল তারা রাজভবন ও নবান্নে তাঁরা স্মারকলিপি জমা দেবেন ।
উত্তর 24 পরগনা জেলার সারা ভারত কিষান ও খেত মজুর সংগঠনের সম্পাদক দাউদ গাজি বলেন, ‘‘কৃষকদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে ৷ দেশের খাদ্যের কারিগর কৃষক পরিবার ৷ তারাই ধুঁকছেন ৷ ভোটের পর ভোট সরকার পরিবর্তন হলেও কৃষকদের অবস্থার কোনও পরিবর্তন হয়নি ৷ কৃষক জীবনের সুনির্দিষ্ট দাবি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আদায়ের লক্ষ্যে আমাদের এই মিছিল ৷ ’’