দেগঙ্গা, 17 এপ্রিল : ভাঙড়ের পাওয়ার গ্রিড আন্দোলনের ছায়া এবার উত্তর 24 পরগনার দেগঙ্গায় । নায্য ক্ষতিপূরণ না মেলায় কর্মীদের আটকে রেখে পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করে দিলেন চাষিরা (Farmers kept power grid workers protested for compensation)। ঘটনাকে ঘিরে রবিবার সরগরম হয়ে ওঠে দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েত এলাকায় ।
আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত জমি বাবদ নায্য ক্ষতিপূরণ মিলছে, ততক্ষণ বন্ধ থাকবে পাওয়ার গ্রিডের তার টানার কাজ । কোনও অবস্থাতেই কাজ করতে দেওয়া হবে না ৷ দীর্ঘক্ষণ আটকে থাকার পর পুলিশের হস্তক্ষেপে ঘেরাও মুক্ত হন কর্মীরা । এরপরই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় । তবে বিক্ষোভের জেরে এদিনের মতো পাওয়ার গ্রিডের কাজ বন্ধ হয়ে যায় ।
দেগঙ্গার চাঁপাতলা গ্রামে পাওয়ার গ্রিডের কাজ চলছে প্রায় দু'বছর ধরে । পাওয়ার গ্রিডের জন্য প্রথমে চাষিদের একাংশ জমি দিতে রাজি না হলেও পরে আলোচনার মাধ্যমে সেই সমস্যা মিটে যায় বলে জানা গিয়েছে । চাষিদের দাবিমতো জমিবাবদ সরকার নির্ধারিত নায্য ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : Panihati Councillor Murder Case : পানিহাটিতে কাউন্সিলর খুনে গ্রেফতার আগ্নেয়াস্ত্র সরবরাহকারী
অভিযোগ, এরপরও নায্য ক্ষতিপূরণ পাননি অনেকে । বহুবার এই বিষয়ে দরবার করা হলেও স্থানীয় প্রশাসন কিংবা পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ কোনও কর্ণপাত করেনি বলে অভিযোগ উঠেছে । তারই মধ্যে এদিন সকালে সেফটি তার টানার কাজ করতে চাঁপাতলা গ্রামে যান পাওয়ার গ্রিডের কর্মীরা । তাঁদের মালপত্র নামাতে দেখে ক্ষুদ্ধ হয়ে ওঠে চাষীদের একাংশ । বাধা দেওয়া হয় তাঁদের কাজ করতে । নায্য ক্ষতিপূরণের দাবিতে একসময় আটকে রাখা হয় কর্মীদের ।