পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাষের কাজে বাধা বিএসএফ-র, প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে অবরোধ - Road block

আংরাইল সীমান্ত এলাকায় তারকাঁটার ভিতরে চাষিদের কয়েকশো বিঘা জমি রয়েছে ৷ সেই জমিতে আলু, ধান-সহ একাধিক ফসলের চাষ করে কৃষকরা । অভিযোগ, সম্প্রতি তাঁদের জমিতে চাষ করতে যেতে বাধা দিচ্ছে বিএসএফ ।

গুঁড়ি ফেলে অবরোধ
গুঁড়ি ফেলে অবরোধ

By

Published : Feb 17, 2021, 9:54 AM IST

গাইঘাটা, 17 ফেব্রুয়ারি : কাঁটাতারের ভিতরে থাকা জমিতে চাষের কাজে যেতে বাধা দিচ্ছে বিএসএফ । এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সীমান্তের চাষিরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আংরাইল ঠাকুরতলায় । বিক্ষুব্ধ চাষিরা বনগাঁ-পাঁচপোতা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন । প্রায় ঘণ্টা তিনেক বাদে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় ।

আংরাইল সীমান্ত এলাকায় তারকাঁটার ভিতরে চাষিদের কয়েকশো বিঘা জমি রয়েছে ৷ সেই জমিতে আলু, ধান-সহ একাধিক ফসলের চাষ করেছেন কৃষকরা । তারকাঁটার গেটগুলোয় চাষিরা তাঁদের পরিচয়পত্র জমা রেখে দৈনিক কাজ করতে যান । নির্ধারিত সময়ের মধ্যে ফিরেও আসেন । অভিযোগ, সম্প্রতি তাঁদের জমিতে চাষ করতে যেতে বাধা দিচ্ছে বিএসএফ । পরিচয়পত্র দেখালেও অনেক কৃষককেই তাঁদের জমিতে যেতে দেওয়া হচ্ছে না । মঙ্গলবার সকালে কয়েকজন কৃষক তাঁদের জমিতে যাওয়ার সময় আটকে দেয় বিএসএফ । তারপরই বাসিন্দারা একত্রিত হয়ে ঠাকুরতলা এলাকায় সড়ক অবরোধ করেন । দীর্ঘসময় গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে রাখেন তাঁরা ।

আরও পড়ুন : ডিওয়াইএফআই-এর বিক্ষোভে পুলিশকে মারধর, গ্রেপ্তার এক অভিযুক্ত

স্থানীয় কৃষকেরা জানান, আংরাইল সীমান্তের কাঁটাতারের ভিতরের জমিতে চাষ করতে যাওয়ার সময় ছিল সকাল ছ'টা থেকে সন্ধ্যা ছয়টা। কিন্তু এখন চারটের মধ্যে মাঠ থেকে ফিরে আসার সময় বেঁধে দিয়েছে । তাতেই হচ্ছে সমস্যা। পরিচয়পত্র দেখালেও অনেক কৃষককেই তাঁর জমিতে যেতে দিতে বাধা দিচ্ছেন কর্তব্যরত জওয়ানরা । তারই প্রতিবাদে এই অবরোধ। অবরোধের খবর পেয়ে বিক্ষোভস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ ও স্থানীয় ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীরকুমার বিশ্বাস। তাঁদের আশ্বাসে অবশেষে অবরোধ উঠে যায় । সমীরবাবু বলেন, "কৃষকদের দাবি ন্যায় সঙ্গত। সমস্যার কথা প্রশাসনকে জানিয়েছি।"

ABOUT THE AUTHOR

...view details