গাইঘাটা, 17 ফেব্রুয়ারি : কাঁটাতারের ভিতরে থাকা জমিতে চাষের কাজে যেতে বাধা দিচ্ছে বিএসএফ । এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সীমান্তের চাষিরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আংরাইল ঠাকুরতলায় । বিক্ষুব্ধ চাষিরা বনগাঁ-পাঁচপোতা সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন । প্রায় ঘণ্টা তিনেক বাদে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় ।
আংরাইল সীমান্ত এলাকায় তারকাঁটার ভিতরে চাষিদের কয়েকশো বিঘা জমি রয়েছে ৷ সেই জমিতে আলু, ধান-সহ একাধিক ফসলের চাষ করেছেন কৃষকরা । তারকাঁটার গেটগুলোয় চাষিরা তাঁদের পরিচয়পত্র জমা রেখে দৈনিক কাজ করতে যান । নির্ধারিত সময়ের মধ্যে ফিরেও আসেন । অভিযোগ, সম্প্রতি তাঁদের জমিতে চাষ করতে যেতে বাধা দিচ্ছে বিএসএফ । পরিচয়পত্র দেখালেও অনেক কৃষককেই তাঁদের জমিতে যেতে দেওয়া হচ্ছে না । মঙ্গলবার সকালে কয়েকজন কৃষক তাঁদের জমিতে যাওয়ার সময় আটকে দেয় বিএসএফ । তারপরই বাসিন্দারা একত্রিত হয়ে ঠাকুরতলা এলাকায় সড়ক অবরোধ করেন । দীর্ঘসময় গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে রাখেন তাঁরা ।