বাগদা, 14 এপ্রিল : সীমান্তে গেট বন্ধ ৷ হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত ৷ প্রতিবাদে আজ বাগদা-বনগাঁ সড়কের নোমচাপোঁতায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ৷
সরকারি নির্দেশে সীমান্তের কাঁটাতারের ওপারে জমিতে যেতে পারছেন না কৃষকরা ৷ গেট বন্ধ করে দেওয়ার ফলে বনগাঁ, বাগদা, গাইঘাটা এলাকার ধান, পাট ও সবজি চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন । চাষিদের অভিযোগ, বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না ৷ কৃষকরা চাষের জমিতে যেতে না-পারায় জল না পেয়ে মাঠেই নষ্ট হচ্ছে ধান, পাট ও অন্যান্য কৃষিজ ফসল । আজ উত্তর 24 পরগনার বাগদা থানার বয়রা কুলনন্দপুরের গ্রামের বাসিন্দারা প্রথমে বাগদা থানার পুলিশের দ্বারস্থ হন ৷ পরে তাঁরা বাগদা-বনগাঁ সড়কের নোমচাপোঁতায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন ৷ গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অবরুদ্ধ হওয়ায় আটকে পড়ে পণ্যবাহী যানবাহন ।