বারাসত, 16 সেপ্টেম্বর : মঙ্গলবারই ছিল অনিন্দিতার ৩৪তম জম্মদিন। জন্মদিনের আগের দিন অর্থাৎ সোমবার উপহার হিসেবে অনিন্দিতাকে স্মার্ট ফোন দিতে চেয়েছিল বাবা অলোক পাল। কিন্তু সেদিন দোষী সাব্যস্ত হতেই জন্মদিনের উপহার অধরা থেকে যায় অনিন্দিতার।সোমবার ছিল রজত দে হত্যা কাণ্ডের রায় দান। সেদিন সকালে সল্টলেকের বাড়ি থেকে খুব আশা নিয়েই বারাসাতের দিকে রওনা হয়েছিলেন জামিনে মুক্ত অনিন্দিতা। ভেবেছিলেন খুনের মামলায় নির্দোষ সাব্যস্ত হবেন। পরিবারের আশাও ছিল তাই। কিন্তু, প্রথমে দোষী সাব্যস্ত,তারপর যাবজ্জীবন সাজা হতেই সব আশা শেষ হয়ে যায়।
সোমবার আদালতে যাওয়ার সময় মেয়ের সঙ্গে আলাপচারিতায় বাবা স্থির করেছিলেন জন্মদিনের উপহার হিসেবে স্মার্ট ফোন তুলে দেবেন । স্বামী রজত দে খুনের ঘটনার পরই অনিন্দিতার স্মার্টফোন বাজেয়াপ্ত করে পুলিশ । সেই থেকেই নতুন স্মার্ট ফোনের ইচ্ছে ছিল অনিন্দিতার । তাঁর সেই ইচ্ছার কথা বাবাকে জানিয়েছিল অনিন্দিতা । মেয়ের আবদার মেনেও নিয়েছিল বাবা অলোক পাল । বলেছিলেন সোমবার আদালত থেকে নির্দোষ হয়ে বাড়ি ফেরার পরই জন্মদিনে স্মার্ট ফোন তুলে দেবেন মেয়ের হাতে। কিন্তু রজত দে খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আর বাড়ি ফেরা হয়নি অনিন্দিতার । অধরা থেকে গেছে জন্মদিনের উপহারও ।