পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Death in Jail Custody: সেন্ট্রাল জেলের বিচারাধীন বন্দির 'রহস্য মৃত্যু' ! টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বারাসতে - alleged drug smuggler died in Jail Custody

দমদম সেন্ট্রাল জেলে বন্দি ছিলেন উত্তর 24 পরগনার সাবির আলী ৷ সেখানে সোমবার অসুস্থ পড়লে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ রাতে তার মৃত্যু হয় ৷ এই ঘটনায় উত্তাল বারাসত। অবরোধ, বিক্ষোভে স্তব্ধ টাকি রোড (Death of a prisoner sparks row in Barasat) ৷

Death in Custody
ETV Bharat

By

Published : Dec 21, 2022, 8:26 AM IST

Updated : Dec 21, 2022, 8:35 AM IST

বারাসত, 21 ডিসেম্বর: জেল হেফাজতে বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু ৷ এ নিয়ে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে ৷ টাকি রোডে গাছের গুড়ি ফেলে মৃত শেখ সাবির আলীর পরিবারের লোকজনের অবরোধ দেখায় । পাশাপাশি টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভও চলে । এমনকী অবরোধ তুলতে এসে যথারীতি ঘেরাওয়ের মুখে পড়তে হয় পুলিশকে ৷ আন্দোলনের জেরে প্রায় পৌনে এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকে কাজিপাড়া সংলগ্ন টাকি রোড । ফলে যানচলাচল বিপর্যস্ত হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই রোডে ৷ শেষে পুলিশ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় (Alleged drug smuggler death in DumDum Central Jail Custody) ৷

জানা গিয়েছে, মাস ছয়েক আগে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল বছর সাবির আলীকে (30) । মৃতের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে গ্রেফতার করলেও বিষয়টি পরিবারকে জানানো হয়নি ৷ পরের দিন বারাসত আদালতে তোলা হলে বিষয়টি জানতে পারেন তাঁরা । এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিবারের লোকজন ৷ তাঁদের দাবি, মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শেখ সাবিরকে । কোনও ভাবেই মাদক ব‍্যবসার সঙ্গে যুক্ত নয় সাবির ৷ বরং মদ, গাঁজা এবং হেরোইন ব‍্যবসার প্রতিবাদ করত সে ৷ এলাকায় প্রতিবাদী মুখ হিসেবেই পরিচিত শেখ সাবির । তাই পুলিশ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ।

আরও পড়ুন: সিবিআই হেফাজতে মৃত্যু বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের, আত্মহত্যা বলে দাবি কেন্দ্রীয় সংস্থার

পরিবার সূত্রে খবর, জেল হেফাজতে থাকাকালীন সোমবার দমদম সেন্ট্রাল জেলে অসুস্থ হয়ে পড়েন শেখ সাবির ৷ এরপর জেল কর্তৃপক্ষ তড়িঘড়ি তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে রাতে মৃত্যু হয় যুবকের ৷ মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবর পরিবারকে জানায় স্থানীয় থানার পুলিশ ৷ কিন্তু, কীভাবে শেখ সাবিরের মৃত্যু হল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে মৃতের পরিবারের লোকজনের মধ্যে ৷ তাই সঠিক তদন্তের দাবিতে মঙ্গলবার দুপুরে কাজিপাড়ার টাকি রোড অচল করে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা ৷

এই বিষয়ে মৃতের বাবা শেখ জোবেদ আলী বলেন, "মাদক ব‍্যবসার প্রতিবাদ করত ছেলে ৷ সেই কারণে পুলিশের চক্ষুশূল হয়ে উঠেছিল সাবির ৷ কারণ ও থাকলে মদ, গাঁজার ব‍্যবসা থেকে পুলিশ মাসোহারা নিতে পারছিল না ৷ তাই, মিথ্যা মামলায় ছেলেকে ফাঁসিয়ে পথের কাঁটা পরিষ্কার করেছে পুলিশ ৷" মৃতের স্ত্রী আসমা খাতুন বলেন, "এর আগেও পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করেছিল ৷ সেই সময় তথ্য প্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দিতে একপ্রকার বাধ্য হয় পুলিশ ৷ এবার তো সবকিছু ছাপিয়ে গেল ৷ মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলেই মেরে ফেলা হল আমার স্বামীকে ৷"

আরও পড়ুন: সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, লালনের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

Last Updated : Dec 21, 2022, 8:35 AM IST

ABOUT THE AUTHOR

...view details