বারাসত, 21 ডিসেম্বর: জেল হেফাজতে বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু ৷ এ নিয়ে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়াল উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে ৷ টাকি রোডে গাছের গুড়ি ফেলে মৃত শেখ সাবির আলীর পরিবারের লোকজনের অবরোধ দেখায় । পাশাপাশি টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভও চলে । এমনকী অবরোধ তুলতে এসে যথারীতি ঘেরাওয়ের মুখে পড়তে হয় পুলিশকে ৷ আন্দোলনের জেরে প্রায় পৌনে এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে থাকে কাজিপাড়া সংলগ্ন টাকি রোড । ফলে যানচলাচল বিপর্যস্ত হয়ে পড়ে গুরুত্বপূর্ণ এই রোডে ৷ শেষে পুলিশ তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় (Alleged drug smuggler death in DumDum Central Jail Custody) ৷
জানা গিয়েছে, মাস ছয়েক আগে মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল বছর সাবির আলীকে (30) । মৃতের পরিবারের অভিযোগ, পুলিশ তাঁকে গ্রেফতার করলেও বিষয়টি পরিবারকে জানানো হয়নি ৷ পরের দিন বারাসত আদালতে তোলা হলে বিষয়টি জানতে পারেন তাঁরা । এই নিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিবারের লোকজন ৷ তাঁদের দাবি, মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে শেখ সাবিরকে । কোনও ভাবেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত নয় সাবির ৷ বরং মদ, গাঁজা এবং হেরোইন ব্যবসার প্রতিবাদ করত সে ৷ এলাকায় প্রতিবাদী মুখ হিসেবেই পরিচিত শেখ সাবির । তাই পুলিশ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ।
আরও পড়ুন: সিবিআই হেফাজতে মৃত্যু বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের, আত্মহত্যা বলে দাবি কেন্দ্রীয় সংস্থার