পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল ছেড়ে BJP-তে, পরিবারের উপর হামলা - barrackpur

BJP কর্মীর বাবা বাবুল ঘোষ ও কাকা হাবুল ঘোষের দোকানেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ । খবর পেয়ে আজ BJP প্রার্থী অর্জুন সিং ঘটনাস্থানে যান । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

মোবাইলের দোকানে লুটপাট

By

Published : May 13, 2019, 9:51 PM IST

Updated : May 13, 2019, 11:48 PM IST

ব্যারাকপুর, 13 মে : BJP কর্মীর দাদার দোকানে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ওই BJP কর্মীর নাম সঞ্জিত ঘোষ । কাঁচরাপাড়া লিচু বাগান এলাকার ঘটনা । তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেওয়ায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে । এছাড়াও ওই BJP কর্মীর বাবা বাবুল ঘোষ ও কাকা হাবুল ঘোষের দোকানেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ । খবর পেয়ে আজ BJP প্রার্থী অর্জুন সিং ঘটনাস্থানে যান । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

গতকাল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের কাঁচরাপাড়া 116 নম্বর বুথে পুনর্নির্বাচন ছিল । সেই বুথে সঞ্জিত ঘোষ BJP-র রিলিভার এজেন্ট হিসেবে কাজ করেছিলেন । গতরাতে তাঁর দাদা প্রবীর ঘোষের মোবাইলের দোকানে হামলা চালায় দুষ্কৃতীরা । কিছু দামি মোবাইল লুটও করা হয় । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা ও লুটপাট চালিয়েছে । সঞ্জিতবাবুর কাকা ও বাবাকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ।

শুনুন বক্তব্য

থানায় এবিষয়ে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে । পরে অর্জুন সিংয়ের হস্তক্ষেপে পুলিশ অভিযোগ নিতে বাধ্য হয় । অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে অর্জুন বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন ।

অপরদিকে স্থানীয় তৃণমূল নেতা সুজিত দাস এই অভিযোগ অস্বীকার করেন । তিনি বলেন, "পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে । এর সঙ্গে তৃণমূলের যোগ নেই ।"

Last Updated : May 13, 2019, 11:48 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details