পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ভূতে ধরেছে", ওঝার নিদানে কিশোরীর মাথা ন্যাড়া করাল পরিবার - exorcised

কিশোরীর আচরণ দেখে তাকে ভূতে ধরেছে বলে অপবাদ দেওয়া হয় । এরপরই তুকতাক, ঝাড়ফুঁক করা হয় কিশোরীর উপর । কিশোরীর মাথা কামিয়ে জল ঢালার নিদান দেয় গুণিন ।

দেগঙ্গা
দেগঙ্গা

By

Published : Oct 14, 2020, 7:37 PM IST

Updated : Oct 14, 2020, 7:42 PM IST

দেগঙ্গা, 14 অক্টোবর : অন্ধবিশ্বাস, কুসংস্কারের কালো ছায়া দেগঙ্গায় ৷ "ভূতে ধরেছে" এই অপবাদে দশম শ্রেণির ছাত্রীকে ন্যাড়া করে দিল পরিবার ৷ ওঝার নিদানে কিশোরীর মাথায় ঢালা হয় অনবরত জল ৷ সম্মানহানির ভয়ে কার্যত নিজেকে বাড়িতেই বন্দী করেছিল ওই কিশোরী ৷ ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় দেহঙ্গার সন্ধিপুকুর বাজার সংলগ্ন এলাকায় ৷ কিশোরীর বাড়িতে যান বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সদস্যরা ৷ কিশোরীর চিকিৎসার ব্যবস্থা করারও আশ্বাস দেওয়া হয় ৷

ওই কিশোরী বেশ কিছুদিন ধরেই স্নায়ুরোগে ভুগছিল । এর ফলে মাথা গরম হয়ে যাচ্ছিল তার। অস্বাভাবিক আচরণও করছিল সে। কিন্তু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার বদলে কিশোরীকে স্থানীয় এক গুণিনের কাছে নিয়ে যায় পরিবারের লোকেরা । কিশোরীর আচরণ দেখে তাকে ভূতে ধরেছে বলে অপবাদ দেওয়া হয় । এরপরই তুকতাক, ঝাড়ফুঁক করা হয় কিশোরীর উপর । কিশোরীর মাথা কামিয়ে জল ঢালার নিদান দেয় গুণিন । সেই মতো মাথা ন্যাড়া করিয়ে তার মাথায় অনবরত জল ঢালতে শুরু করে পরিবারের লোকেরা । এভাবেই চলতে থাকে কিশোরীর চিকিৎসা । যার জেরে মানসিকভাবে ভেঙে পড়ে ওই কিশোরী । লোকচক্ষুর থেকে নিজেকে আড়ালে রাখতে কার্যত গৃহবন্দী করে নেয় নিজেকে ৷

ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে যায় দেগঙ্গার সন্ধিপুকুর বাজার এলাকায়। কিশোরীর বাড়িতে যান বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের সদস্যরা । কিশোরীর চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাসও দেন তাঁরা । এবিষয়ে কিশোরী মা বলেন, "মেয়ে আগে সুস্থই ছিল । সাধারণ পাঁচজনের মতো স্বাভাবিক জীবনযাপন করত । স্কুলে পড়াশোনাও করত । 10-12 দিন ধরে ওর আচরণ অস্বাভাবিক লাগায় গুণিনের কাছে নিয়ে যাওয়া হয়েছিল । আমরা চাই মেয়ে সুস্থ হয়ে আগের মতো স্কুলে যাক । সবার সঙ্গে মেলামেশা করুক ।"

এবিষয়ে বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের রাজ্য সম্পাদক প্রদীপ সরকার বলেন, "কিশোরীর সুষ্ঠু চিকিৎসার প্রয়োজন । তাহলেই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আমাদের তরফে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করার চেষ্টা করা হবে ৷"

কয়েকদিন আগেই দেগঙ্গায় সাপে কাটা এক রোগীকে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যাওয়ার মাশুল দিতে হয়েছিল পরিবারকে । ওঝার কেরামতিতে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছিল সাপে কাটা ওই রোগীর । এর আগেও একাধিকবার কুসংস্কারের ছবি ধরা পড়েছিল এই দেগঙ্গাতে-ই ।

Last Updated : Oct 14, 2020, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details