পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chanditala Girl Death : ভাঙা কলার বোনের অস্ত্রোপচারের সময় হার্ট অ্যাটাকে মৃত্যু কিশোরীর ! ভুল চিকিৎসার অভিযোগ

বয়স মাত্র 10 ৷ কলার বোন ভেঙে যাওয়ায় অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছিল ৷ কিন্তু হাসপাতাল থেকে ফিরল না ঈশা সরকার (Chanditala Girl Death) ৷

Isha died in Chanditala Nursing home
অস্ত্রোপচার করতে গিয়ে মারা গিয়েছে ঈশা

By

Published : Mar 30, 2022, 8:51 AM IST

সোদপুর, 30 মার্চ : ভেঙেছিল কলার বোন ৷ ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছিল ৷ কিন্তু অপারেশন টেবিল থেকে আর ফিরল না উত্তর 24 পরগনার সোদপুরের চণ্ডীতলার বাসিন্দা ঈশা সরকার ৷ চিকিৎসকদের দাবি, অপারেশন চলাকালীন 10 বছরের ওই কিশোরীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ৷ যদিও পরিবারের দাবি অন্য ৷ শোকে কাতর ঈশার বাবা-মায়ের দাবি, ভুল চিকিৎসায় মৃত্যু তাঁদের ফুটফুটে মেয়ের (Chanditala Girl Death) ৷

গত 21 মার্চ সোদপুরের অপূর্বনগরের বাসিন্দা ঈশার সাইকেলে চড়ে যাওয়ার পথে পড়ে গিয়ে কলার বোন ভেঙে যায় । তাকে স্থানীয় চিকিৎসক সুদীপ্ত পোদ্দারের কাছে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ তিনি এক্স-রে যাবতীয় রিপোর্ট দেখে 28 মার্চ অস্ত্রোপচারের কথা জানান ৷ সেই অনুযায়ী রবিবার চণ্ডীতলার বেগমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ঈশা সরকারকে । বেগমপুরের বেসরকারিক হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে অস্ত্রোপচার করা হয় । সোমবার বেলা বারোটা নাগাদ অস্ত্রোপচার হয় । দুটোর সময় অস্ত্রোপচার শেষ হওয়ার পরও ঈশার সঙ্গে পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি । অভিভাবকেরা জিজ্ঞাসা করলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মেয়েটির হার্ট অ্যাটাক হয়েছে ৷ তাই ভেন্টিলেশনে দিতে হবে । তার জন্য ঈশার বাবা গোলক সরকারকে উপযুক্ত হাসপাতালের ব্যবস্থা করতে বলা হয় ।

আরও পড়ুন : Child Death in Birbhum : শিশু মৃত্যুর জেরে বীরভূমে তৃণমূল বিধায়কের নার্সিংহোম ভাঙচুর

এরপর সন্ধ্যা ছ'টার সময় হাসপাতালের তরফে জানানো হয়, ঈশার মৃত্যু হয়েছে । এতেই সন্দেহ হয় পরিবারের । ভুল চিকিৎসায় মারা গিয়েছে ঈশা এই অভিযোগে চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার (wrong treatment allegation against Nursing home) । তবে চিকিৎসক এই অভিযোগ অস্বীকার করেছেন । চিকিৎসক সুদীপ্ত পোদ্দার বলেন, "আমার কাছে নিয়ে আসার পর মনে হয়েছিল অস্ত্রোপচার করতে হবে ।" তিনি জানান, অস্ত্রোপচারের সময় ওটিতেই একবার হার্ট অ্যাটাক হয় ঈশার ।সেটা কোনও ভাবে সামলানো গেলেও আইসিইউতে দেওয়ার পর দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয় ৷ তখন আর কিছু করার ছিল না, জানান ডাঃ সুদীপ্ত । তাঁর দাবি, "রোগীর পোস্ট মর্টেম করলে বোঝা যাবে কী কারণে মৃত্যু হয়েছে ।" এত কম বয়সের একজন রোগীর হার্ট অ্যাটাক কী করে হল, তা বুঝে উঠতে পারছে না নার্সিংহোম কর্তৃপক্ষও ।

পুলিশ জানিয়েছে মৃতদেহের ময়না তদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া বলেন, "আমরা অভিযোগ পেয়েছি । এসিএমওএইচ-এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । কী ধরনের চিকিৎসা হয়েছে, শিশুটির অস্ত্রোপচারের প্রয়োজন হল কেন ? যেহেতু অস্থিরোগ সংক্রান্ত বিষয় তাই একজন অস্থিরোগ বিশেষজ্ঞকেও তদন্তে রাখা হয়েছে । রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে ।"

আরও পড়ুন : Child Death Case at Arambag : শৌচালয়ে উদ্ধার শিশুর মৃতদেহ, খুনের অভিযোগ পরিবারের

ABOUT THE AUTHOR

...view details