সোদপুর, 30 মার্চ : ভেঙেছিল কলার বোন ৷ ভাঙা হাড় জোড়া লাগানোর জন্য অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছিল ৷ কিন্তু অপারেশন টেবিল থেকে আর ফিরল না উত্তর 24 পরগনার সোদপুরের চণ্ডীতলার বাসিন্দা ঈশা সরকার ৷ চিকিৎসকদের দাবি, অপারেশন চলাকালীন 10 বছরের ওই কিশোরীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ৷ যদিও পরিবারের দাবি অন্য ৷ শোকে কাতর ঈশার বাবা-মায়ের দাবি, ভুল চিকিৎসায় মৃত্যু তাঁদের ফুটফুটে মেয়ের (Chanditala Girl Death) ৷
গত 21 মার্চ সোদপুরের অপূর্বনগরের বাসিন্দা ঈশার সাইকেলে চড়ে যাওয়ার পথে পড়ে গিয়ে কলার বোন ভেঙে যায় । তাকে স্থানীয় চিকিৎসক সুদীপ্ত পোদ্দারের কাছে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ তিনি এক্স-রে যাবতীয় রিপোর্ট দেখে 28 মার্চ অস্ত্রোপচারের কথা জানান ৷ সেই অনুযায়ী রবিবার চণ্ডীতলার বেগমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ঈশা সরকারকে । বেগমপুরের বেসরকারিক হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে অস্ত্রোপচার করা হয় । সোমবার বেলা বারোটা নাগাদ অস্ত্রোপচার হয় । দুটোর সময় অস্ত্রোপচার শেষ হওয়ার পরও ঈশার সঙ্গে পরিবারকে দেখা করতে দেওয়া হয়নি । অভিভাবকেরা জিজ্ঞাসা করলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মেয়েটির হার্ট অ্যাটাক হয়েছে ৷ তাই ভেন্টিলেশনে দিতে হবে । তার জন্য ঈশার বাবা গোলক সরকারকে উপযুক্ত হাসপাতালের ব্যবস্থা করতে বলা হয় ।
আরও পড়ুন : Child Death in Birbhum : শিশু মৃত্যুর জেরে বীরভূমে তৃণমূল বিধায়কের নার্সিংহোম ভাঙচুর