বারাসত, 8 অগাস্ট : কোরোনা নিয়ে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে গুজব ছড়ানোর অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে । পোস্টকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক । শুধু তাই নয়, এর জেরে কর্মহীন হয়ে পড়েছেন এলাকার বহু দিন আনা দিন খাওয়া মানুষরা । কাজ হারিয়ে এখন বিপাকে পড়েছেন তাঁরা । ভুয়ো পোস্টের বিরুদ্ধে ক্ষোভ দানা বেঁধেছে এলাকায় । যদিও বিতর্কের জেরে সোশাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে দেন অভিযুক্ত 4 BJP কর্মী । ঘটনাটি উত্তর 24 পরগনার সদর বারাসাতের অশ্বিনী পল্লী এলাকার । ঘটনার নিন্দা করে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলর ও প্রশাসক বোর্ডের সদস্য সমীর তালুকদার । ভুয়ো পোস্টকারীদের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দারা । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
এই সেই সোশাল মিডিয়ায় করা ভুয়ো পোস্ট... এই জেলায় প্রতিদিন কোরোনোর গ্রাফ ঊর্ধ্বমুখী । গত 24 ঘণ্টায় সংক্রমনের নিরিখে কোলকাতাকেও ছাড়িয়ে গেছে । প্রায় 543 জন নতুন করে সংক্রমিত হয়েছে । জেলার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি সদর শহর বারাসতে । ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে । মৃত্যুও হয়েছে 25 জনের । সংক্রমণের বাড় বাড়ন্তের কারণে অশ্বিনী পল্লী এলাকার সমস্ত বাজার ও দোকানপাট 7 দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার তরফে । তার মধ্যেই BJP-র সংগঠনের তরফে সম্প্রতি এলাকায় চলে স্যানিটাইজ় করার কাজ । তোলা হয় ছবিও । অভিযোগ এরপরই অতি উৎসাহী হয়ে এলাকার 4 BJP কর্মীর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে । সেখানে লেখা হয় এলাকার বহু মানুষ কোরোনায় আক্রান্ত । এমনকী, কোরোনায় 10 জনের মৃত্যুও হয়েছে । এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । মূহুর্তে সেই পোস্ট ছড়িয়ে পড়ে । তারপর থেকেই এলাকার বাসিন্দাদের একাংশের দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে গেছে ।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, "ভুয়ো পোস্টের জেরে অনেকের মধ্যেই আতঙ্কের সৃষ্টি হয়েছে । সেই কারণে বেশিরভাগ দোকানদার বাসিন্দাদের মুদিখানার জিনিসপত্র দিতে চাইছে না । কর্মস্থলেও কাজে নেওয়া হচ্ছে না অধিকাংশদের । কোরোনা আবহে কর্মহীন হয়ে পড়েছে এলাকার প্রায় 40 টি পরিবারের অধিকাংশ মানুষ ।" ভুয়ো পোস্টের জেরে BJP কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে সরবও হয়েছে এলাকাবাসীরা । বেগতিক বুঝে সোশাল মিডিয়া থেকে পোস্টটি ডিলিট করে দেয় অভিযুক্তরা । বাসিন্দাদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেই ক্ষোভ প্রকাশ করেন পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও তৃণমূল নেতা সমীর তালুকদার ।
পোস্টের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ... তিনি বলেন, "কোরোনা পরিস্থিতিতে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই এই ভুয়ো পোস্ট করা হয়েছে । সম্প্রতি অশ্বিনী পল্লী এলাকায় এক বৃদ্ধ মারা যান । যেহেতু মৃতের কোরোনা পরীক্ষাই হয়নি তাই তাঁর মৃত্যু কোরোনাতে হয়েছে, তা বলা যাবে না । এমন স্পর্শ কাতর বিষয়ে ভুয়ো পোস্ট, তার জেরে কর্মহীন হয়ে পড়েছে বহু মানুষ ৷ এটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না ৷ প্রয়োজনে আইনের দ্বারস্থ হব ।" যদিও ঘটনার নিন্দা করে BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি অনুপ দাস বলেন, "ওই এলাকায় কোরোনার সংক্রমণ যে বাড়ছে তা পৌরসভার কোয়ারানটিন জ়োন হিসেবে চিহ্নিত করা থেকেই স্পষ্ট । এতে কোনও বিতর্ক নেই । কিন্তু তা নিয়ে সোশাল মিড়িয়ায় পোস্ট করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা উচিত নয় । বিষয়টি আমরা দলীয় স্তরে খোঁজ নেব । দলের কেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । অন্যদিকে, ভুয়ো পোস্টের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় বারাসত থানায় অভিযোগ দায়ের হয় । পুলিশ জানিয়েছে,"ঘটনার তদন্ত শুরু হয়েছে । তদন্তে দোষ প্রমানিত হলে, দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । কাউকেই রেয়াত করা হবে না ।"