পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডিগ্রি ছাড়াই রোগীর অস্ত্রোপচার, গ্রেপ্তার 2 - Fake doctor arrest in Deganga

পুলিশ সূত্রের খবর, ওই বেসরকারি হাসপাতালটি দেগঙ্গার মগরা বাজার এলাকায় ৷ 2 অক্টোবর পাইলসের সমস্যা নিয়ে ওই নার্সিংহোমে চিকিৎসা করাতে যান আকবর মণ্ডল (62) নামে এক ব্যক্তি ৷ সঙ্গে ছিলেন তাঁর পরিবারের লোকেরা ৷ সেখানে শ্যামল মজুমদার নামে এক ডাক্তার তাঁকে অস্ত্রোপচার করার পরামর্শ দেন ৷

deganga
দেগঙ্গা

By

Published : Nov 8, 2020, 10:41 PM IST

দেগঙ্গা, 8 নভেম্বর : ডিগ্রি ছাড়াই রোগীর ভুল চিকিৎসা ও অস্ত্রোপচারের অভিযোগ ৷ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক ডাক্তারকে ৷ উত্তর 24 পরগনার দেগঙ্গার ঘটনা ৷ ধৃতের নাম শ্যামল মজুমদার ৷ রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয় ৷ এমনকী যে নার্সিংহোমে তিনি ভরতি ছিলেন, তার মালিককেও গ্রেপ্তার করা হয় ৷

পুলিশ সূত্রের খবর, ওই বেসরকারি হাসপাতালটি দেগঙ্গার মগরা বাজার এলাকায় ৷ 2 অক্টোবর পাইলসের সমস্যা নিয়ে ওই নার্সিংহোমে চিকিৎসা করাতে যান আকবর মণ্ডল (62) নামে এক ব্যক্তি ৷ সঙ্গে ছিলেন তাঁর পরিবারের লোকেরা ৷ সেখানে শ্যামল মজুমদার নামে এক ডাক্তার তাঁকে অস্ত্রোপচার করার পরামর্শ দেন ৷ সেই মতো নার্সিংহোমেই অস্ত্রোপচার করা হয় তাঁর ৷ এরপরেই তিনি বায়োপসি করার পরামর্শ দেন ৷ সেই মতোই হাবড়ার একটি প্যাথলোজিতে বায়োপসি করা হয় ৷ পরিবারের দাবি, বায়োপসি রিপোর্ট দেখার পর ওই চিকিৎসক জানান যে, আকবর মণ্ডলের ক্যানসার হয়েছে ৷ তাই অন্য কোনও হাসপাতালে তাঁর চিকিৎসা করানোর পরামর্শ দেন তিনি ৷ এরপরেই তাঁকে R G কর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার চিকিৎসকেদের পরামর্শ মতো আগের সমস্ত কাগজপত্র ও ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে আসতে বলা হয় ৷ পরিবারের লোকেদের অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে বার বার অনুরোধ করা হলেও তাঁরা ডিসচার্জ পেপার দেননি ৷ এরপরেই সেখানে বিক্ষোভ শুরু করেন পরিবারের লোকেরা ৷ সেখান থেকে ওই চিকিৎসক ও নার্সিংহোমের মালিককে দেগঙ্গা থানায় নিয়ে যাওয়া হয় ৷ রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় চিকিৎসক ও নার্সিংহোমের মালিককে ৷

এবিষয়ে রোগীর মেয়ে সবুজ জান খাতুন বলেন, "আব্বার অস্ত্রোপচারের জন্য সেই সময় 30 হাজার টাকা নেওয়া হয় । নার্সিংহোমের মালিক আনসার ওই ডাক্তারের পরিচয় দেয় P G হাসপাতালের চিকিৎসক হিসেবে । অথচ তাঁর কাছে কোনও ডিগ্রিই নেই । ডিগ্রি ছাড়াই অস্ত্রোপচার করায় আজ আমার আব্বা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । ওই ভুয়ো ডাক্তারের কঠোর শাস্তি চাই ৷" সেই সঙ্গে ক্ষতিপূরণের দাবিতেও সরব হয়েছেন পরিবারের লোকেরা । অপরদিকে, এই বিষয়ে দেগঙ্গা থানার পুলিশ বলেন,"ডাক্তারির কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি ওই ডাক্তার । সেই কারণে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে । বেআইনি কাজে মদত দেওয়ার অভিযোগে ওই নার্সিংহোমের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে । "

ABOUT THE AUTHOR

...view details