ভুয়ো চিকিৎসকের নেতৃত্বে রক্তদান শিবির, ধৃতদের জেল হেপাজত - ভুয়ো চিকিৎসকের নেতৃত্বে রক্তদান শিবির
প্রশাসনিক কোনও অনুমতিই ছিল না ৷ অথচ শুরু হয়েছিল রক্তদান শিবির ৷ রক্ত নিতে আসা কর্মীদের কাজ দেখে স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে খবর যায় পুলিশের কাছে ৷ এক ব্য়ক্তি ভুয়ো চিকিৎসক সেজে রক্তদান শিবির পরিচালনা করছিল ৷ স্থানীয়রা ও তারপর পুলিশ ওই ব্য়ক্তির কাছ থেকে রেজিস্ট্রেশন দেখতে চাইলে সঠিক তথ্যপ্রমাণ তিনি দিতে পারেনি ৷ পুলিশ এই শিবির থেকে ভুয়ো চিকিৎসক-সহ মোট সাত জনকে আটক করে আদালতে তুললে বিচারপতি তাদের পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ৷
অশোকনগর,24 জুলাই : রক্তদান শিবির থেকে ধৃত ভুয়ো চিকিৎসক-সহ পাঁচ জনের পুলিশি হেপাজতের নির্দেশ দিল আদালত। পুলিশ-প্রশাসনের অনুমতি ছাড়া উত্তর 24 পরগনার অশোকনগরে ভুয়ো চিকিৎসকের নেতৃত্ব পরিচালিত হয় রক্তদান শিবির ৷ এই শিবির থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ সাত জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে ভুয়ো চিকিৎসক-সহ বাকি ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুদীপ প্রধান, মানসকুমার সাউ, শান্তনু মণ্ডল ওরফে স্বপন, শোভন দে, ত্রিদীপ মণ্ডল ওরফে ছোট্টু। পাঁচ জনই সংস্থার কর্মী। বাকি দুই জন গাড়ির চালক। পুলিশ জানিয়েছে ধৃতদের বাড়ি বিষ্ণুপুর, মগরাহাট, পাটুলি, গড়ফা ও বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায়। বারাসতের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রশাসনের অনুমতি ও চিকিৎসক ছাড়াই ব্লাড ডোনেশন ক্যাম্প করার অভিযোগে মোট সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের হেপাজতে নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।