পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake CBI officer: 80 লক্ষ টাকা প্রতারণার দায়ে পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার - ব‍্যারাকপুর কমিশনারেট

ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে 80 লক্ষ টাকা হাতানোর অভিযোগ মহিলার বিরুদ্ধে ৷ মঙ্গলবার দুপুরে ধৃত ওই মহিলাকে ব‍্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ । তদন্তে ব‍্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

Etv Bharat
80 লক্ষ টাকা প্রতারণা

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 10:42 PM IST

পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার

দত্তপুকুর, 26 সেপ্টেম্বর:ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে প্রায় 80 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে ৷ অভিযুক্ত মহিলা দত্তপুকুরের বাসিন্দা ৷ যদিও শেষরক্ষা হয়নি ৷ পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত ৷ গোপন সূত্রে খবর পেয়ে, দত্তপুকুরের বাড়িতে হানা দিয়ে হাতেনাতে অভিযুক্ত ওই মহিলাকে পাকড়াও করে পুলিশ ৷ মঙ্গলবার দুপুরে ধৃত ওই মহিলাকে ব‍্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বিরুদ্ধে প্রায় 80 লক্ষ প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল ব‍্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় । সোদপুরের বাসিন্দা তারক রায়ের সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ধৃত মহিলা কিছু বলতে না-চাইলেও তার পরিবার অবশ‍্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

অভিযোগ, টাওয়ার বসানোর নামে প্রায় 77 লক্ষ টাকার প্রতারণার স্বীকার হন তারক রায় ৷ সেই টাকা তিনি কিছুতেই প্রতারকদের থেকে আদায় করতে পারছিলেন না । তখনই জয়শ্রী কর মুখোপাধ্যায় নামে ওই মহিলার সঙ্গে পরিচয় হয় তারকের । অভিযোগ, সেই সময় তিনি নিজেকে সিবিআইয়ের ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসেবে পরিচয় দেন । এরপর প্রতারিত হওয়া 77 লক্ষ টাকা সুদ সহ প্রতারকের কাছ থেকে পাইয়ে দেওয়ার নামে ওই যুবকের থেকে ধাপে ধাপে প্রায় 80 লক্ষ টাকা হাতিয়ে নেন মহিলা ।

আরও পড়ুন:ব্যারাকপুরে শুটআউটের ঘটনায় তদন্তে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরো, কীভাবে কাজ করে এই বিভাগ ?

প্রতারিত তারক রায় বলেন, "কোর্টের মাধ্যমে প্রতারকের কাছ থেকে 1 কোটি 35 লক্ষ টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই মহিলা । এর পরিবর্তে তিনি তাঁর কাছ থেকে 80 লক্ষ টাকা নেন ।" কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও কোনও টাকা হাতে পাননি ওই যুবক । বুঝতে বাকি থাকে না যে তিনি প্রতারিত হয়েছেন ৷ তা বুঝতে পেরেই ব‍্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশের দ্বারস্থ হন তারক রায় । অভিযোগ দায়ের হয় সেখানে। সেই অভিযোগের তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিকেরা । তদন্তে নেমেই সোমবার ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ ৷ যার বিরুদ্ধে এই অভিযোগ সেই মহিলার অবশ্য এবিষয়ে এখন কিছু বলতে চাননি না । তিনি জানান, যা বলার তাঁর আইনজীবী বলবেন ৷

আরও পড়ুন: ইছাপুর থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার

ABOUT THE AUTHOR

...view details