দত্তপুকুর, 26 সেপ্টেম্বর:ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে প্রায় 80 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে ৷ অভিযুক্ত মহিলা দত্তপুকুরের বাসিন্দা ৷ যদিও শেষরক্ষা হয়নি ৷ পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত ৷ গোপন সূত্রে খবর পেয়ে, দত্তপুকুরের বাড়িতে হানা দিয়ে হাতেনাতে অভিযুক্ত ওই মহিলাকে পাকড়াও করে পুলিশ ৷ মঙ্গলবার দুপুরে ধৃত ওই মহিলাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ ।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বিরুদ্ধে প্রায় 80 লক্ষ প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় । সোদপুরের বাসিন্দা তারক রায়ের সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ধৃত মহিলা কিছু বলতে না-চাইলেও তার পরিবার অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।
অভিযোগ, টাওয়ার বসানোর নামে প্রায় 77 লক্ষ টাকার প্রতারণার স্বীকার হন তারক রায় ৷ সেই টাকা তিনি কিছুতেই প্রতারকদের থেকে আদায় করতে পারছিলেন না । তখনই জয়শ্রী কর মুখোপাধ্যায় নামে ওই মহিলার সঙ্গে পরিচয় হয় তারকের । অভিযোগ, সেই সময় তিনি নিজেকে সিবিআইয়ের ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসেবে পরিচয় দেন । এরপর প্রতারিত হওয়া 77 লক্ষ টাকা সুদ সহ প্রতারকের কাছ থেকে পাইয়ে দেওয়ার নামে ওই যুবকের থেকে ধাপে ধাপে প্রায় 80 লক্ষ টাকা হাতিয়ে নেন মহিলা ।