ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake CBI officer : ভুয়ো সিবিআই অফিসার গ্রেফতার বরানগরে - fake cbi officer arrested

সিবিআই অফিসারের চাকরি করে দেওয়ার নাম করে 40 লক্ষ টাকা প্রতারণা করেছিল ৷ বরানগর থানার পুলিশ অভিযুক্ত কৃশানু মণ্ডলকে গ্রেফতার করেছে ৷ এদিন তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয় ৷

ভুয়ো সিবিআই অফিসার গ্রেফতার
ভুয়ো সিবিআই অফিসার গ্রেফতার
author img

By

Published : Jul 26, 2021, 7:32 PM IST

বরানগর, 26 জুলাই : ভুয়ো সিবিআই অফিসার এবার ধরা পড়ল বরানগরে ৷ সিবিআই অফিসারের চাকরি করে দেওয়ার নাম করে 40 লক্ষ টাকা প্রতারণা করেছিল অভিযুক্ত কৃশানু মণ্ডল ৷ এদিন তাকে গ্রেফতার করা হয় ৷

বরানগর নোয়াপাড়া থেকে অভিযুক্ত কৃশানু মণ্ডলকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ ৷ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে 40 লক্ষ টাকার বিনিময়ে শিয়ালদহ ব্যাঙ্কশাল কোর্টে কর্মরত এক আইনজীবীকে সিবিআই ইন্সপেকটরের চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল ৷

ওই আইনজীবী যখন জানতে পারেন পুরো বিষয়টি ভুয়ো এবং তিনি প্রতারণার শিকার হয়েছেন, তখন গতকাল সন্ধ্যায় কৃশানু মণ্ডলের নামে অভিযোগ দায়ের করেন বরানগর থানায় ৷

আরও পড়ুন : Sonarpur Illegal Vaccination : বিএমওএইচ ও 5 স্বাস্থ্যকর্মীর মুখোমুখি বসিয়ে জেরা মিঠুন মণ্ডলকে

বরানগর থানার পুলিশ গতকালই গভীর রাতে নোয়াপাড়া অঞ্চল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ৷ তাকে এদিন সকালে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়।

ABOUT THE AUTHOR

author-img

...view details