বারাসত, 21 জুলাই : 1993 সালের 21 জুলাই মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার হয়ে উঠেছিল কলকাতা । রক্তাক্ত শহরে প্রাণ গেছিল 13 জনের । এই ঘটনায় এবার মমতা ব্যানার্জিকেই কাঠগড়ায় তুললেন BJP নেতা অনুপম হাজরা । অনুপমের অভিযোগ, 144 ধারা জারি থাকা সত্ত্বেও এলাকায় ঢুকতে বাধ্য করেছিলেন মমতা । এর জেরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 যুব কংগ্রেস কর্মীর । গতকাল দুপুরে বারাসতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই অভিযোগ আনেন অনুপম ।
21 জুলাইয়ের সত্য জানলে শহিদ পরিবার মমতার বিরুদ্ধে বিদ্রোহ করবে : অনুপম - Dharmatala
1993 সালের 21 জুলাই মহাকরণ অভিযান ঘিরে ধুন্ধুমার হয়ে উঠেছিল কলকাতা । রক্তাক্ত শহরে প্রাণ গেছিল 13 জনের । এই ঘটনায় এবার মমতা ব্যানার্জিকেই কাঠগড়ায় তুললেন BJP নেতা অনুপম হাজরা । অনুপমের অভিযোগ, 144 ধারা জারি থাকা সত্ত্বেও এলাকায় ঢুকতে বাধ্য করেছিলেন মমতা । এর জেরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 যুব কংগ্রেস কর্মীর । গতকাল দুপুরে বারাসতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই অভিযোগ আনেন অনুপম ।
অনুপম বলেন, "শহিদ দিবসের স্বত্ব প্রকৃত অর্থে কংগ্রেসের পাওয়ার কথা, তৃণমূলের নয় । একুশে জুলাইয়ের মঞ্চে শহিদ পরিবার কোনও গুরুত্বই পায় না । সামনের সারিতে বসে থাকেন অভিনেতা-অভিনেত্রীরা । তারপর থাকেন MLA , MP-রা । একদম শেষের সারিতে থাকে শহিদ পরিবার । যাদের দেখাই যায় না ।" তিনি আরও বলেন, "আমি এখন অপেক্ষায় আছি কবে সেই শহিদ পরিবার, সত্য জেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে ।" মমতাকে নিশানা করে অনুপম বলেন, "উনি জানতেন ওই এলাকায় 144 ধারা জারি আছে । সব ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা নেওয়া, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষনীয় । উনি তো জানতেন । জেনেশুনেই পাঠিয়েছেন । শহিদ পরিবার সেটা খুব তাড়াতাড়ি উপলব্ধি করবে ।"
তৃণমূল কর্মীদের কটাক্ষ করে বলেন, "ওরা জানে 21 জুলাই মানে ফ্রিতে কলকাতা ঘোরার সুযোগ । ধর্মতলায় এলে ট্রেনের টিকিট লাগবে না । আলিপুর চিড়িয়াখানাও দেখা যাবে, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা যাবে, ফলে এটা হল তৃণমূলের একটা ফ্রি ট্রিপ । যেখানে ডিম-ভাত খাওয়ানো হয় ।"