বনগাঁ, 7 এপ্রিল: লকডাউন সফল করতে অভিনব কৌশল। গ্রামের মহিলারা বাড়ি থেকে না-বেরোলে মিলবে নতুন শাড়ি । এমনই আশ্বাস দিলেন উত্তর 24 পরগনার বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ।
সাধারণ মানুষকে ঘরে থাকার জন্য সচেতনতামূলক প্রচার ও বল প্রয়োগ করতে দেখা গিয়েছে পুলিশ-প্রশাসনকে। গানে ও নাটকেও সচেতনতার বার্তা দিয়েছে পুলিশ প্রশাসন। তবু বহু মানুষকে ঘরে রাখা যায়নি। নিয়ম-কানুন উপেক্ষা করে হাটেবাজারে ভিড় জমাচ্ছেন অনেকে।
লকডাউন মানলে গ্রামের মহিলাদের দেওয়া হবে শাড়ি, ঘোষণা প্রাক্তন বিধায়কের - মুড়িঘাটা
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন ৷ আর এই লকডাউন মেনে বাসিন্দাদের ঘরে আটকে রাখতে অভিনব পথ বেছে নিলেন উত্তর 24 পরগনার বনগাঁর প্রাক্তন বিধায়ক।
একই ছবি গ্রামেও। এই পরিস্থিতিতে বাসিন্দাদের ঘরে আটকে রাখতে অভিনব পথ বেছে নিলেন উত্তর 24 পরগনা জেলা RTO বোর্ডের সদস্য ও বনগাঁর প্রাক্তন বিধায়ক। বনগাঁর আদিবাসী অধ্যুষিত মুড়িঘাটা গ্রামে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, যদি লকডাউন পালন করেন, সবাই বাড়িতে থাকেন, গ্রামে কেউ কোরোনা ভাইরাসে আক্রান্ত না হন, তাহলে গ্রামের সকল মহিলাকে একটি করে শাড়ি দেবেন।
পাশাপাশি তিনি জানিয়েও দেন, কেউ যদি তাঁর কথা না-শোনেন, লকডাউনে রাস্তায় বের হন, তাহলে তিনি ওই গ্রামে আর কোনওদিন যাবেন না।
আদিবাসী অধ্যুষিত মুড়িঘাটা গ্রামের বাসিন্দারা অনেকেই অবশ্য গোপালবাবুর কথা মেনে নিয়েছেন। তবে গোপালবাবুর টোটকা মেনে শেষ পর্যন্ত গ্রামের সবাই ঘরবন্দী থাকলে পরোক্ষে কোরোনা সংক্রমণ প্রতিরোধ করা যাবে বলে অনেকে মনে করছেন।