গাইঘাটা, 9 অক্টোবর: স্ত্রীকে বিয়ে করার আক্রোশে তাঁর বর্তমান স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ আগের পক্ষের স্বামীর বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বর্তমান স্বামী বিশ্বজিৎ বিশ্বাস ৷ অভিযুক্ত সুকান্ত ভদ্রকে আটক করেছে গাইঘাটা থানার পুলিশ ৷ চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার রাতে উত্তর 24 পরগনা এলাকায় ঘটেছে (Ex Husband Tried To Kill Present Husband In Gaighata) ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিঙ্কুর সঙ্গে প্রায় 8 বছর সম্পর্ক নেই সুকান্তর ৷ এরইমধ্যে চলতি বছরের 25 মে বিঙ্কু বিশ্বজিৎকে বিয়ে করেন ৷ সুকান্ত বিষয়টি মেনে নিতে পারেননি । তাঁর রাগ গিয়ে পড়ে বিশ্বজিতের উপর ৷ এরপরই বিশ্বজিতের মাথা, ঘাড়, হাত সহ একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেন সুকান্ত ।
আরও পড়ুন: কলকাতায় বিপন্ন পরিবেশবান্ধব ট্রাম, গণপরিবহণকে ফেরাতে জনস্বার্থ মামলা হাইকোর্টে