বারাসত, 29 এপ্রিল : রাজনৈতিক সৌজন্য। সিপিএমের প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তীর বাড়িতে নিজের গাড়ি পাঠিয়ে করোনার বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করলেন বারাসত পৌরসভার বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় (corona booster dose by TMC chairman)।
আরও পড়ুন :সৌজন্যে নজির গড়ে বিরোধী ওয়ার্ডে পরিষেবা রবীন্দ্রনাথ ঘোষের
জানা গিয়েছে, বৃহস্পতিবার সরকারিভাবে বরাদ্দ নিজের গাড়ি পাঠিয়ে বাড়ি থেকে প্রদীপবাবু ও তাঁর স্ত্রীকে পৌরসভায় নিয়ে আসেন তৃণমূলের চেয়ারম্যান । বয়সজনিত কারণে তাঁদের এদিন বুস্টার ডোজের ব্যবস্থা করে দেওয়া হয় পৌরসভার সামনে গাড়ির ভিতরেই । সেখানে গিয়ে পৌরসভার স্বাস্থ্যকর্মীরা করোনার বুস্টার ডোজ দেন দু'জনকেই । তার আগে এদিন প্রদীপবাবু বারাসত পৌরসভার সামনে আসতেই তাঁকে ফুলের স্তবক দিয়ে অভ্যর্থনা জানান বর্তমান চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় । ভিন্ন রাজনৈতিক ব্য়ক্তিত্ব হওয়া সত্ত্বেও অশনিবাবু যে সৌজন্যের নজির গড়লেন, তা সকলের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত রাজনৈতিক মহলের ।
সিপিএমের প্রাক্তন চেয়ারম্যানকে করোনার বুস্টার ডোজ মানবিক দায়িত্ববোধ থেকেই তাঁদের করোনার বুস্টার ডোজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে জানান অশনি মুখোপাধ্যায় । অশনিবাবুর প্রশংসা করতে অবশ্য ভোলেননি সিপিএমের প্রাক্তন চেয়ারম্যান ।