কলকাতা, 26 অক্টোবর: ইউরোপীয় যুবক অটিলা বার্থা (Attila Bartha) ৷ বয়স মাত্র 32 বছর ৷ সাইকেল নিয়ে ঘোরাই তাঁর নেশা (European Cyclist) ৷ দু'চাকায় ভর করে এরই মধ্যে ঘুরে নিয়েছেন বিশ্বের 22টি দেশ ! আপাতত এই যুবক ঘাঁটি গেড়েছেন কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনা জেলার হৃদয়পুরের বিশ্বাসদের বাড়িতে ৷ এই বাড়ির ছেলে চন্দনও একজন সাইক্লিস্ট ৷ সেই সূত্রেই আলাপ হয় অটিলার সঙ্গে ৷ পুজোর আবহে হৃদয়পুরে ভালোই দিন কাটছে ভিনদেশি অতিথির ৷ ঘুরেছেন বিভিন্ন পুজোমণ্ডপ, কলকাতার নানা দর্শনীয় স্থান ৷ খাচ্ছেন চন্দনের মা ডলি বিশ্বাসের রান্না করা ডাল, ভাত, মাছ ! সব রান্নাই (Bengali Food) নাকি দারুণ লাগছে তাঁর ! তবে, নিম-বেগুনের ঝাঁঝ সহ্য হয়নি পাহাড়, পর্বত উজিয়ে আসা দীর্ঘদেহী অটিলার ৷ নিম বেগুনের স্বাদ ভালো লাগলেও তাঁর কথায় তা ছিল, 'ভেরি স্পাইসি' ! একথা শুনে হেসে খুন ডলি ! তিনি বলেন, "বাকি সব পদ ওর ঠিক লাগল ৷ অথচ, শুধু নুন আর হলুদ দিয়ে রান্না করা নিম-বেগুন নাকি স্পাইসি ! ভাবুন !"
অটিলা হাঙ্গেরির বুদাপেস্টের বাসিন্দা ৷ ইতিমধ্যেই সাইকেলে চেপে ইরান, পাকিস্তান, আর্মেনিয়া, নেপাল-সহ 22টি দেশ ঘুরে ফেলেছেন তিনি ৷ ঠিক করেছেন, এখন কয়েকটা দিন বিশ্বাসদের বাড়িতে থেকেই কলকাতা শহর ভালো করে ঘুরবেন ৷ তারপর রওনা দেবেন কন্যাকুমারী ৷ সেখান থেকে ইরান হয়ে ফিরবেন স্বভূমি হাঙ্গেরিতে ৷ কথার ফাঁকেই জানালেন, ইরানে তাঁর 'গার্ল ফ্রেন্ড' থাকেন ৷ তাই দেশে ফিরে কিছুদিনের জন্য থিতু হওয়ার আগে একবার অন্তত প্রেয়সীকে না-দেখলেই নয় ৷ অটিলা জানালেন, সাইকেলে দেশ ভ্রমণে বেরিয়েই ওই ইরানি কন্যার সঙ্গে তাঁর আলাপ হয় ৷ শুরু হয় বন্ধুত্ব ৷ এখন তা গড়িয়েছে প্রেমে ৷