হাসনাবাদ, 3 জুন : পাচারের আগেই বিরল প্রজাতির লরিস, টার্কি এবং ম্যাকাও উদ্ধার করল পুলিশ । বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাসনাবাদের মুরারিশাহ পঞ্চায়েত এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির ওই সমস্ত প্রাণী । পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাঁচাবন্দি অবস্থায় একটি লরিস, আটটি ম্যাকাও এবং তিনটি টার্কি উদ্ধার হয়েছে । বিরল প্রজাতির ওই প্রাণীগুলি ইন্দোনেশিয়া, ফিলিপিন্স হয়ে সীমান্ত পেরিয়ে এদেশে নিয়ে আসা হয়েছিল । উদ্দেশ্য ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশে পাচার করা । কিন্তু পাচারের আগেই সেগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে ।
জানা গিয়েছে, পরিত্যক্ত জায়গায় বিরল প্রজাতির ওই প্রাণীগুলি খাঁচাবন্দি অবস্থায় প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দারা । সেগুলি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে । এরপর হাসনাবাদ থানার পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিরল প্রজাতির ওই প্রাণীগুলি উদ্ধার করে । তবে পাচারকারীর কোনও হদিশ মেলেনি । পুলিশের অনুমান, পরিস্থিতি আন্দাজ করতে পেরে ওই সমস্ত প্রাণীগুলি ফেলে তারা আগেই গা ঢাকা দিয়েছে । বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া বিরল প্রজাতির ওই সমস্ত প্রাণী বন দফতরের হাতে তুলে দেওয়া হয় পুলিশের তরফে ।