কলকাতা, 15 এপ্রিল: জেড্ডা থেকে হংকংগামী কার্গো বিমানের জরুরি অবতরণ দমদম বিমানবন্দরে । শনিবার সকাল 11টা 37 মিনিটে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি । জানা গিয়েছে, বিমানটিতে চারজন ছিলেন । মাঝ আকাশে বিমানটির উইন্ডশিল্ড ফেটে যাওয়ার কারণে বিমানচালক কলকাতা এটিসির সঙ্গে যোগাযোগ করেন । কলকাতা এটিসি তাঁকে জরুরি অবতরণের অনুমতি দেয় । তারপরেই দমদম বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি ৷
জানা গিয়েছে, সৌদিয়া এয়ালাইন্সের এই পণ্যবাহী বিমানটির এদিন গন্তব্য ছিল সৌদিআরবের জেড্ডা থেকে হংকং ৷ মাঝ আকাশেই বিমানচালক বিমানটির উইন্ডশিল্ডে ফটল লক্ষ্য করেন ৷ দ্রুত তিনি যোগাযোগ করেন নিকটবর্তী কলকাতা বিমানবন্দরের এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল) এর সঙ্গে ৷ বিমানটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়া হয় ৷ বিমানবন্দরে ইমারজেন্সি ঘোষণা করা হয় ৷ এরপর ওই সৌদি কার্গো বিমানটি নিরাপদেই অবতরণ করে দমদম বিমানবন্দরে ৷ বিমানচালক সঠিক সময়ে বিষয়টি লক্ষ্য না করলে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা ছিল ৷ অবতরণের পর বিমানটিকে পরীক্ষা করা হয় ৷ উইন্ডশিল্ডের ফালট মেরামতের কাজ শুরু হয়েছে ৷