বনগাঁ, 30 জুলাই: বাড়ির ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল মা ও ছেলের । মৃত ছেলের নাম ঋষভ অধিকারী (27) ও মায়ের নাম মিতা অধিকারী (47) । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ট-বাজার এলাকায় । এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছাদে জামা কাপড় শুকনোর জন্য জিআই তার টাঙানো ছিল । কোনওভাবে সেই তারে বিদ্যুৎ সংযোগ হয়ে যায় ৷ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ঋষভ ছাদে গিয়েছিলেন । সেই সময় তারে হাত দিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন । ঋষভের চিৎকার শুনে ছুটে আসেন তাঁর মা মিতাদেবী । ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন তিনিও । দু'জনেই সেখানে পড়ে ছটফট করতে থাকেন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷