পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DEATH BONGAON: বনগাঁয় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মা-ছেলের, এলাকায় শোকের ছায়া - Bangaon

বাড়ির ছাদে পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ছেলের ৷ ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় মায়েরও ৷ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানা এলাকার ট-বাজার এলাকায় ।

bongaon
বনগাঁয় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মা-ছেলের, এলাকায় শোকের ছায়া

By

Published : Jul 30, 2021, 5:23 PM IST

বনগাঁ, 30 জুলাই: বাড়ির ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল মা ও ছেলের । মৃত ছেলের নাম ঋষভ অধিকারী (27) ও মায়ের নাম মিতা অধিকারী (47) । শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ট-বাজার এলাকায় । এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ছাদে জামা কাপড় শুকনোর জন্য জিআই তার টাঙানো ছিল । কোনওভাবে সেই তারে বিদ্যুৎ সংযোগ হয়ে যায় ৷ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ঋষভ ছাদে গিয়েছিলেন । সেই সময় তারে হাত দিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন । ঋষভের চিৎকার শুনে ছুটে আসেন তাঁর মা মিতাদেবী । ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হন তিনিও । দু'জনেই সেখানে পড়ে ছটফট করতে থাকেন । স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন: স্কুলের মাঠ নষ্ট করার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ

মৃতের বাবা তপন অধিকারী বলেন, "কোনও কারণে বিদ্যুতের তারে ফল্ট হয়ে বাড়ির বিভিন্ন অংশের বডি হয়ে যায় । ছেলে তারে হাত দিতেই বিদ্যুৎপৃষ্ট হয় । ছেলেকে ছাড়াতে গিয়ে আমার স্ত্রী মিতা অধিকারীও বিদ্যুৎপৃষ্ট হন । " খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details