পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elder Sister on Bonny Sengupta: 'ইডি ডেকেছে বলেই বনি অপরাধী তার কোনও মানে নেই', দাবি অভিনেতার দিদির - Elder Sister on Bonny Sengupta

শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তের বিরুদ্ধে ৷ ইডির দীর্ঘ জেরার মুখে পড়ছেন টলি অভিনেতা ৷ এ নিয়ে ইটিভি ভারতের প্রতিনিধিকে কী বললেন বনির দিদি (Bonny Sengupta relative reaction over ED interrogation) ?

Actor Bonny Sengupta
দিদির সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত

By

Published : Mar 10, 2023, 7:15 AM IST

Updated : Mar 10, 2023, 7:26 PM IST

ইটিভি ভারতের প্রতিনিধিকে কী বললেন বনির দিদি ?

বারাসত, 10 মার্চ: শিক্ষক নিয়োগ দুর্নীতির যোগ কি এবার টলিউডেও ? নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে টলি অভিনেতা বনি সেনগুপ্তের আর্থিক লেনদেনের অভিযোগ প্রকাশ্যে এসেছে ৷ ইডির দীর্ঘ জেরার মুখোমুখি হতে হয়েছে এই টলি-অভিনেতাকে ৷ জেরার মুখে কুন্তলের থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করলেও নিয়োগ দুর্নীতির সঙ্গে সেই আর্থিক লেনদেনের যোগ নেই বলে দাবি করেছেন অভিনেতা ৷ তবে এই বিষয়ে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি (Cousin Sister Opened up about Bonny Sengupta) ৷

একসময় বারাসতে আদি বাড়ি ছিল বনি সেনগুপ্তর । পরে তাঁর বাবা সেখান থেকে কসবায় চলে আসেন ৷ এখনও লিচুতলা এলাকায় থাকেন বনির জ্যাঠতুতো দিদি মৌসুমী সেনগুপ্ত ৷ তিনি বারাসতের একটি স্কুলের প্রধান শিক্ষিকা ৷ খুড়তুতো ভাই তথা টলি অভিনেতা বনি সেনগুপ্তকে ইডির তলব থেকে শুরু করে সিজিও কমপ্লেক্সে দীর্ঘ জেরার বিষয়টি কীভাবে দেখছেন তাঁর জেঠতুতো দিদি ?

ইটিভি ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, "ছোটবেলা থেকে ও(বনি) খুব সহজ এবং সরল ৷ মানুষকে সহজেই বিশ্বাস করার একটা প্রবণতা আছে ৷ যেটা আমার ভাইয়ের ক্ষেত্রেও হয়েছে বলে মনে হচ্ছে ৷ সত্যিটা একদিন ঠিক সামনে আসবে ৷ তবে এটুকু বলব বনির সম্পর্কে কোনও নেগেটিভ কথা আমি বিশ্বাস করি না ৷ এটি বিচারাধীন বিষয় ৷ এই বিষয়ে কোনও মন্তব্য করব না ৷ কারণ, আমি আইনকে শ্রদ্ধা করি এবং সংবিধানের প্রতি ভরসা আছে ৷"

আরও পড়ুন: 'বাংলা ছবির ভবিষ্যৎ বর্তমানে ইডি'র দরবারে', নাম না-করে বনিকে নিশানা ঋদ্ধির

বনি অথবা তাঁর বাবার সঙ্গে (বনির বাবা অনুপ সেনগুপ্ত) কথা বলার সময় কখনও কি কুন্তল ঘোষের নাম উঠে এসেছে ? এই প্রশ্নের উত্তরে মৌসুমী সেনগুপ্ত বলেন, "আমাদের মধ্যে পারিবারিক বিষয়ে, বনির সিনেমা নিয়ে কথা হয় ৷ কুন্তল ঘোষের নাম কখনও শুনিনি ৷ রাজনীতি আমি পছন্দ করি না ৷ সংবাদপত্র থেকে কুন্তল ঘোষের নাম প্রথম জানতে পারি ৷ গাড়ি নিয়ে বনির সঙ্গে কুন্তলের কী চুক্তি হয়েছে, তার তদন্ত করছে ইডি ৷ এ বিষয়ে কোনও মন্তব্য করা উচিত নয় । এটুকু বিশ্বাস করি নিয়োগ দুর্নীতির সঙ্গে বনির কোনও যোগ নেই ৷ দোষীদের শাস্তি হোক, সেটা চাই ।"

তিনি আরও জানান, বনি সেনগুপ্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে মৌসুমী সেনগুপ্ত নিজে সংবাদমাধ্যমকে ডেকে সে কথা জানাবেন । এদিকে, ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে তিনি বলেন, "ইডির হাতে নিশ্চয় কোনও প্রমাণ এসেছে, যার জেরে ওকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা ৷ কিন্তু এর মানে এটা নয় যে ও(বনি) অপরাধী ! আমার দৃঢ় বিশ্বাস, নিয়োগ দুর্নীতির সঙ্গে বনি কোনওভাবে জড়িত নয় ৷ ওর তো কাউকে নিয়োগ করার ক্ষমতা নেই ৷"

আরও পড়ুন: কুন্তলের থেকে টাকা নিয়েছেন, স্বীকার করলেন বনি; এখনও চলছে জেরা

Last Updated : Mar 10, 2023, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details