বেলঘরিয়া, 28 জুলাই:শুধু শৌচালয় থেকে নগদ টাকা উদ্ধারই নয়, অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মিলেছে সোনার কলমও ! উদ্ধার হওয়া মোট গয়নার দর কয়েক কোটি টাকা ! ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া রথতলার ফ্ল্যাট থেকে 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে । এর মধ্যে তিনটি সোনার বিস্কুট, যার প্রত্যেকটির ওজন 3 কেজি । এর সঙ্গে পাওয়া গিয়েছে 6টি সোনার চুরি, প্রতিটির ওজন 500 গ্রাম । এছাড়া একটি সোনার পেনও পাওয়া গিয়েছে, জানা গিয়েছে ইডি সূত্রে । উদ্ধার হওয়া সামগ্রী ইতিমধ্যে ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে (ED siezed Gold worth crores from Arpita Mukherjee Belgharia Flat) ।
বুধবার বেলঘরিয়ায় এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 6 কেজি সোনার গয়না । ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, অর্পিতার ফ্ল্যাট থেকে 27 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার হয়েছে । এর মধ্যে 500 টাকা এবং 2000 টাকার নোট রয়েছে । জানা গিয়েছে, একেকটি 2 হাজার টাকার নোটের বান্ডিলে 50 লক্ষ টাকা ছিল । আর 20 লক্ষ টাকার বান্ডিলগুলিতে ছিল 500 টাকার নোট।