পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arpita Mukherjee: অর্পিতার বেলঘরিয়া-ফ্ল্যাটে গুপ্তধন ! সোনার কলম সমেত 4 কোটিরও বেশি টাকার গয়না উদ্ধার - এসএসসি নিয়োগ দুর্নীতি

টালিগঞ্জের ফ্ল্যাট থেকে 21 কোটি, বেলঘরিয়া থেকে নগদ 28 কোটি ৷ শুধু এই নয়, সোনার কলম থেকে চুরি অনেক কিছুই মিলেছে অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে, যার মূল্য কয়েক কোটি (Arpita Mukherjee) ৷

Gold found from Arpita Flat
অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার সোনা

By

Published : Jul 28, 2022, 12:52 PM IST

বেলঘরিয়া, 28 জুলাই:শুধু শৌচালয় থেকে নগদ টাকা উদ্ধারই নয়, অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মিলেছে সোনার কলমও ! উদ্ধার হওয়া মোট গয়নার দর কয়েক কোটি টাকা ! ইডি সূত্রে খবর, অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়া রথতলার ফ্ল্যাট থেকে 4 কোটি 31 লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে । এর মধ্যে তিনটি সোনার বিস্কুট, যার প্রত্যেকটির ওজন 3 কেজি । এর সঙ্গে পাওয়া গিয়েছে 6টি সোনার চুরি, প্রতিটির ওজন 500 গ্রাম । এছাড়া একটি সোনার পেনও পাওয়া গিয়েছে, জানা গিয়েছে ইডি সূত্রে । উদ্ধার হওয়া সামগ্রী ইতিমধ্যে ব্যাংকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে (ED siezed Gold worth crores from Arpita Mukherjee Belgharia Flat) ।

বুধবার বেলঘরিয়ায় এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে প্রায় 6 কেজি সোনার গয়না । ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, অর্পিতার ফ্ল্যাট থেকে 27 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার হয়েছে । এর মধ্যে 500 টাকা এবং 2000 টাকার নোট রয়েছে । জানা গিয়েছে, একেকটি 2 হাজার টাকার নোটের বান্ডিলে 50 লক্ষ টাকা ছিল । আর 20 লক্ষ টাকার বান্ডিলগুলিতে ছিল 500 টাকার নোট।

অর্পিতার ফ্ল্যাটে কোটি কোটি নোট
অর্পিতার ফ্ল্যাটে নোটের বান্ডিল

আরও পড়ুন: উদ্ধার প্রায় 50 কোটি টাকা পার্থরই, জেরায় দাবি অর্পিতার

অভিনেত্রী-মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় ইডির গোয়েন্দারা লকার এবং ওয়ারড্রব ভেঙে ফেলে ৷ পাওয়া যায় তাল তাল সোনার গয়না-সহ বান্ডিল বান্ডিল টাকা । আজ সকালেই 10টি ট্রাঙ্কে টাকা ভরে সেগুলি সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details