মধ্যমগ্রাম, 5 অক্টোবর: পৌর নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনও মন্ত্রীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ৷ বৃহস্পতিবার ভোরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের মাইকেল নগরের বাড়িতে তল্লাশি চালায় ইডির তদন্তকারী দল ৷ সূত্রের খবর, এই দলে ইডির প্রায় 10 জন আধিকারিক রয়েছেন ৷ মন্ত্রীর গোটা বাড়িটি সিআরপিএফের জওয়ানরা ঘিরে রেখেছেন ৷ এর পাশাপাশি কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা এবং টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও ইডির তল্লাশি চলছে বলে জানা গিয়েছে ৷
ইডি সূত্রে জানা গিয়েছে, পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলকে জেরা করে বারবার মন্ত্রী রথীন ঘোষের নাম উঠে এসেছে ৷ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে রথীন ঘোষ 2014-18 সাল পর্যন্ত মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন ৷ সেই সময় বেআইনিভাবে কোনও নিয়োগ হয়েছে কি না, তা জানতে মন্ত্রী রথীন ঘোষের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । এখনও ইডির এই ম্যারাথন তল্লাশি চলছে ৷ তাই মন্ত্রী কিংবা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷
এর নেপথ্যে প্রতিহিংসার রাজনীতি আছে বলে দাবি করলেন তৃণমূল কাউন্সিলর তথা মধ্যমগ্রাম শহর তৃণমূলের সভাপতি সুভাষ বন্দোপাধ্যায় ৷ তিনি বলেন, "কী কারণে এই তল্লাশি আমরা জানি না ৷ তবে ইডি কোনও অস্বচ্ছতা খুঁজে পাবে না ৷ রথীন ঘোষ ও আমি দীর্ঘ 40 বছর একসঙ্গে রাজনীতি করছি ৷ 1999 সাল থেকে তিনি মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন ৷ আমি তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী ছিলাম এবং এখনও আছি ৷" 2014-18 সাল পর্যন্ত মধ্যগ্রাম পৌরসভায় চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় নিয়োগ দুর্নীতিতে কোনও অনিয়ম হয়নি বলে দাবি করেন কাউন্সিলর সুভাষ বন্দ্যোপাধ্যায় ৷ আজ তৃণমূলের 'রাজভবন চলো' অভিযানকে দমিয়ে রাখতে এই তল্লাশি বলে অভিযোগ করেন তৃণমূল নেতা ৷