ব্যারাকপুর, 4 নভেম্বর: রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডের তদন্তে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি'র আধিকারিকরা পৌঁছে গেল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আরও এক প্রাক্তন আপ্তসহায়ক তাপস বিশ্বাসের খড়দার বাড়িতে। শনিবার বিকেল পাঁচটা নাগাদ ইডির পাঁচজনের তদন্তকারী দল এসে পৌঁছয় তাপস বিশ্বাসের বিলাসবহুল বাড়িতে। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। এরপর, দরজা বন্ধ করে শুরু হয় মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়কের বাড়িতে ম্যারাথন তল্লাশি। সূত্রের খবর, ইডি অভিযানের সময় তাপস বিশ্বাস তাঁর খড়দার মধ্যপাড়ার বাড়িতে ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গেই।
এর আগে রেশন বণ্টনে দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন এবং বর্তমান আপ্ত সহায়ক অভিজিৎ দাস ও অমিত দে'র বাড়িতে অভিযান চালায় ইডির আধিকারিকরা। রেশন দুর্নীতিকাণ্ডের সঙ্গে এই দু'জনের কোনও যোগ রয়েছে কি না, তা জানতে একাধিকবার তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। এমনকী, ইডির তল্লাশি অভিযানের সময় অভিজিৎ দাসের হাওড়ার ব্যাটরার বাড়ি থেকে একটি মেরুন ডায়েরিও বাজেয়াপ্ত হয়। যেখানে উল্লেখ ছিল 'বালু'-দার নাম। এই 'বালু'-দা আদতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি না, সেটাই এখন জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। তবে, এই রেশন দুর্নীতিকাণ্ডের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও না কোনও যোগসূত্র যে রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা।
ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর রহমানকে দফায় দফায় জেরা করে ইতিমধ্যে বহু ব্যক্তির নাম উঠে এসেছে। তাঁদের জেরার প্রক্রিয়াও শুরু হয়েছে। এই দুর্নীতির জাল কতদূর বিস্তৃত, তা জানতেই শনিবার সকাল থেকে উত্তর 24 পরগনার বনগাঁ-সহ রাজ্যের মোট 13টি জায়গায় হানা দিয়েছে ইডির তদন্তকারী দল। পরবর্তী সময়ে আরও তিনটি জায়গায় অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। যার মধ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আরও এক প্রাক্তন আপ্ত সহায়ক তাপস বিশ্বাসের খড়দার বাড়িও রয়েছে।