মধ্যমগ্রাম, 12 অক্টোবর: লটারির বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে এ বার উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে ডিয়ার লটারির গোডাউন ও ছাপাখানায় হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা । বৃহস্পতিবার সাতসকালেই আইটি-র বিশেষ টিম পৌঁছে যায় মধ্যমগ্রামের সুকান্ত নগরে ওই লটারি কোম্পানির গোডাউনে । এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে আধিকারিকরা ঢুকে পড়েন লটারির ছাপাখানার একেবারে ভিতরে ।
সূত্রের খবর, এ দিন চারটি গাড়িতে আয়কর দফতরের 10 থেকে 12 জনের একটি দল হানা দেয় সেখানে । এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘেরাটোপে গোডাউন এবং ছাপাখানায় একযোগে শুরু হয় ম্যারাথন তল্লাশি । যা এখনও অব্যাহত রয়েছে । লটারির দুর্নীতির টাকার কোনও যোগসাজশ এখানে রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এ দিন এই ছাপাখানার মালিক-সহ একাধিক কর্মীকে জেরা করেন আধিকারিকরা । সেই সঙ্গে বিভিন্ন নথিপত্র এবং লটারির প্রিন্টিংয়ের তথ্যও সংগ্রহ করা হয়েছে ৷
প্রসঙ্গত, শিক্ষক, পৌর নিয়োগ দুর্নীতির সঙ্গে একইভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই ব্যাংকের আর্থিক প্রতারণা এবং একটি লটারি কোম্পানির দুর্নীতির মামলার তদন্তেও নেমেছে । অভিযোগ উঠেছে, প্রকৃত পুরষ্কার প্রাপকদের বঞ্চিত করে ওই লটারি কোম্পানি পুরষ্কারের কোটি কোটি টাকা প্রতারণা করেছে । যার ফলে আর্থিক অনিয়ম হয়েছে সেখানে । শুধু তাই নয়, একাধিক তৃণমূল নেতার অ্যাকাউন্টে লটারির বেআইনি টাকা ঢুকেছে বলেও খবর । কারও কারও অ্যাকাউন্টে বেশ কয়েকবার একটি নির্দিষ্ট কোম্পানির লটারির প্রথম পুরষ্কারের কয়েক কোটি টাকা জমা পড়েছে ।