পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Recruitment Scam: শান্তনু ঘনিষ্ঠ প্রোমোটারের ভাড়া বাড়িতে ইডি অভিযান, ফের প্রকাশ্যে টলিউড যোগ - শান্তনু বন্দ্যোপাধ্য়ায়

নিয়োগ দুর্নীতি কাণ্ডের (WB Recruitment Scam) তদন্তে আরও এক প্রোমোটারের বাড়িতে অভিযান চালাল ইডি ৷ অয়ন শীল নামে ওই প্রোমোটার শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে (ED Raid at Santanu Banerjee close aide House) ৷

ED Raid at Santanu Banerjee close aide House in Salt Lake
ইডি অভিযান

By

Published : Mar 18, 2023, 8:16 PM IST

আবারও মিলল টলিউড যোগ

বিধাননগর, 18 মার্চ: নিয়োগ দুর্নীতিতে (WB Recruitment Scam) ধৃত শান্তনু বন্দ্যোপাধ্য়ায়ের 'ঘনিষ্ঠ' এক প্রোমোটারের ভাড়াবাড়িতে অভিযান চালাল ইডি (ED Raid at Santanu Banerjee close aide House) ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate) সূত্রেই জানা গিয়েছে, ওই প্রোমোটারের নাম অয়ন শীল ৷ তিনি সল্টলেকের এফডি ব্লকের 388 নম্বর বাড়িতে ভাড়া থাকেন ৷ শনিবার সেই বাড়িতেই অভিযান চালায় ইডি ৷ আর এবারও তাদের হাতে আসে টলিউড যোগের প্রমাণ ৷

এদিন দুপুর 3টে নাগাদ ইডির 6 প্রতিনিধির একটি দল সল্টলেকের ওই বাড়ির সামনে পৌঁছয় ৷ বাড়ির মালিক শৈবাল চক্রবর্তী জানিয়েছেন, ইডির গোয়েন্দারা যখন আসেন, তখন অয়ন বাড়িতে ছিলেন না ৷ শৈবাল জানান, 3 বছরেরও বেশি সময় ধরে অয়ন তাঁর বাড়ির একতলা ভাড়া নিয়ে রয়েছেন ৷ এখানে তিনি ও তাঁর অফিসের কয়েকজন কর্মী থাকেন ৷ এই বাড়ি থেকেই অফিসও চালান অয়ন ৷ তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছে ৷ ছেলে পড়াশোনা করে ৷ তাকে নিয়ে অয়নের স্ত্রী থাকেন দিল্লিতে ৷

ইডি সূত্রে জানা গিয়েছে, অয়ন একজন প্রোমোটার ৷ কিন্তু, শৈবাল জানান, অয়ন আগে প্রোমোটারি করতেন ৷ এখন সেই কাজ বন্ধ করে দিয়েছেন ৷ শেষ 2017 সালে হুগলির চুঁচুড়ায় পিপুলপাতির মোড় এলাকায় একটি বহুতল তৈরি করেছিলেন তিনি ৷ তাতে প্রায় 40টি ফ্ল্য়াট ছিল ৷ কিন্তু, তার বেশিরভাগই বিক্রি হয়নি ৷ ফলে অনেক টাকা লোকসান হয়ে যায় অয়নের ৷ সেই থেকে প্রোমোটারি বন্ধ করে দেন তিনি ৷ এই বহুতলেরই একটি ফ্ল্য়াট অয়নের কাছ থেকে কিনেছিলেন শান্তনু ৷

আরও পড়ুন:বলাগড়ের বাড়িতে মিলল হার্ডডিস্ক, রিসর্টে শান্তনু ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ ইডির

ইডির বক্তব্য হল, শান্তনুর হোটেল, রিসর্ট-সহ অন্য়ান্য ব্যবসা দেখভাল করতেন অয়ন ৷ তবে, এ নিয়ে শৈবাল কিছু বলতে পারেননি ৷ তিনি জানান, তাঁর ভাড়াটিয়ার একাধিক ব্যবসা রয়েছে ৷ তার মধ্যে পেট্রল পাম্প, প্রোডাকশন হাউজ অন্যতম ৷ এমনকী, চিত্র পরিচালক ও অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গেও কাজ করেছিলেন অয়ন ৷ তাঁর প্রোডাকশন হাউজের ব্যানারেই একটি সিনেমা তৈরি করেছেন কৌশিক ৷ কিন্তু, সেই সিনেমা এখনও মুক্তি পায়নি ৷ এছাড়া, অয়নের বিলাসবহুল গাড়িও রয়েছে ৷ শৈবাল জানান, এদিন সকালেই অয়নের সঙ্গে তাঁর শেষবার কথা হয়েছিল ৷ তিনি বাড়িওয়ালাকে জানিয়েছিলেন চুঁচুড়া যাচ্ছেন ৷ তাঁকে নাকি ইডি সেখানে ডেকে পাঠিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details