বারাসত, 25 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই তাঁর ঘনিষ্ঠদের উপর নজর ইডি'র ৷ কার কার সঙ্গে বেশি মেলামেশা করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী, ইতিমধ্যেই সেই বিষয়ে খোঁজ খবর শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সূত্রের খবর, বারাসতের এক বিপণী সংস্থার কর্ণধারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পার্থ চট্টোপাধ্যায়ের ৷ সুসম্পর্ক এবং যোগাযোগ ভালো থাকায় ওই বিপণী সংস্থার প্রায় সব অনুষ্ঠানেই হাজির থাকতেন ধৃত মন্ত্রী ৷
সেই কারণে ইডি'র আধিকারিকরা মনে করছেন বারাসতের ওই বিপণী সংস্থার মাধ্যমে শিক্ষক দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে । তবে শুধু বারাসতেরই নয়, গড়িয়ারও একটি বিপণী সংস্থার সঙ্গে মন্ত্রীর সুসম্পর্কের কথা জানা গিয়েছে বলে ইডি সূত্রে খবর(ed eyes to investigate barasat and garia textile company close to partha chatterjee)৷ তাই স্বাভাবিকভাবেই টাকা উদ্ধার কাণ্ডের রহস্য ভেদ করতে এই দুটি বিপণী সংস্থার কর্তৃপক্ষকে জেরা করার প্রবল সম্ভবনা রয়েছে ইডি আধিকারিকদের । ইতিমধ্যে তার তোড়জোড়ও শুরু হয়েছে বলে খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে । জানা গিয়েছে, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক থাকায় কয়েকবছরেই বারাসতের ওই বিপণী সংস্থার মালিক ব্যবসার পরিধি বাড়িয়ে ফেলেন কয়েকগুণ । মন্ত্রীর সঙ্গে সখ্যতার সুবাদে তিনি নামে-বেনামে বহু সম্পত্তিও করে ফেলেছেন ইতিমধ্যে ৷ বারসতে কান পাতলে সেই কথায় আলোচিত হতে শোনা যাবে ৷
আরও পড়ুন :কে এই পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা ? জানুন মন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের কেমিস্ট্রি
পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই জল্পনা আরও বেড়েছে । তাই ব্যবসায়ীদের একাংশ চাইছেন, এত দ্রুত ওই বিপণন সংস্থার মালিকের ফুলে ফেঁপে ওঠার প্রকৃত রহস্য সামনে আনুক ইডি । এছাড়া সংস্থার মাধ্যমে যদি কোনও বেআইনি লেনদেন কিংবা দুর্নীতির টাকা বিদেশে পাচার হয়ে থাকে তবে তারও তদন্তের দাবি জানাচ্ছেন ব্যবসায়ী মহলের একাংশ । এদিকে,বারাসতের ওই বিপণী সংস্থার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যে যোগাযোগ রয়েছে তার বেশ কিছু ছবিও সামনে এসেছে । সেই ছবিতে দেখা যাচ্ছে ওই বিপণী সংস্থায় গোল টেবিলে বসে রয়েছেন রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তাঁকে ঘিরে রয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ থেকে শুরু করে বারাসত পৌরসভার চেয়ারম্যান-সহ শাসকদলের নেতা-নেত্রীরা । ছবিটি গত বছরের পুজোর ঠিক আগে বলে খবর স্থানীয় সূত্রে ।
আরও চমক রয়েছে, মুজিবর রহমানের শতবর্ষ পূর্তি উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে একটি চটের ব্যাগ উন্মোচন করা হয়েছিল ওই বিপণনী সংস্থার তরফে । সংস্থার সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷