কলকাতা, 14 মে: বাংলাদেশে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় (Bangladesh Bank Money Laundering Case) উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে মূল অভিযুক্ত-সহ 6 জনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । ধৃতদের মধ্যে এক মহিলাও রয়েছেন ৷ এই ব্যঙ্ক জালিয়াতির ঘটনায় মূল অভিযুক্তের নাম প্রশান্ত হালদার ৷ শুক্রবার ইডি আধিকারিকরা অশোকনগর-সহ রাজ্যের 9টি জায়গায় তল্লাশি চালিয়ে এই 6 জনকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে ৷
মূলত বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে ধৃত এই 6 জনের বিরুদ্ধে ৷ ধৃতদের মধ্যে প্রশান্ত হালদার ছাড়াও রয়েছেন তাঁর ভাই পৃথ্বীশ হালদার ৷ অভিযোগ, ভুয়ো সংস্থার নাম করে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে বাংলাদেশী মুদ্রায় হাজার কোটি টাকা তোলে মূল অভিযুক্ত প্রশান্ত হালদার ও তার সহযোগীরা । এরপর সেই টাকা হাওয়ালা মারফত এসে পৌঁছেছিল পশ্চিমবঙ্গে । বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্তে এমনই তথ্য উঠে এসেছে ৷ সেই তথ্য দিয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে চলতি মাসে যোগাযোগ করা হয় ভারত সরকারের সঙ্গে ।