মধ্যমগ্রাম, 20 জানুয়ারি: পূর্ব ভারতের প্রথম রোবটিক নার্স ৷ সংক্রামিত রোগের ক্ষেত্রে নার্সদের বাঁচাতে এবং সূক্ষ্ম স্বাস্থ্য পরিষেবা দিতে এই রোবটিক নার্স তৈরি করেছে জেআইএস গ্রুপ ৷ আর এই রোবটিক নার্সটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে মধ্যমগ্রামের হার্ট ফিল্ড নার্সিংহোমে (Eastern India First Artificial Intelligence Controlled Robotic Nurse) ৷ এদিন সংস্থার রোবটিক গবেষক এবং চিকিৎসকদের উপস্থিতিতে এই রোবটিক নার্সটিকে নার্সিংহোমের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন ৷
এদিন এই রোবটিক নার্স নিয়ে গবেষক অঙ্কুশ ঘোষ জানান, এই রোবটিক নার্স আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করবে ৷ নিজে থেকেই নার্স রোগীর স্বাস্থ্য পরীক্ষা, তার স্বাস্থ্য অবস্থা জানা, ওষুধ দেওয়া, নমুনা সংগ্রহ এবং তাৎক্ষণিক সব সিদ্ধান্ত নিতে সক্ষম ৷ বর্তমানে মধ্য়মগ্রামের হার্ট ফিল্ড নার্সিংহোমের সঙ্গে চুক্তিতে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে ৷ তবে, সেটি বর্তমানে ম্যানুয়ালি কাজ করবে ৷ এখনই অটোম্যাটিক আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করা হবে না ৷ সেটিকে বিস্তারিত পরীক্ষার ও প্রয়োগের পর করা হবে ৷