পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় মৃত্যু কিশোরের - undefined

কানে হেডফোন থাকায় ট্রেন আসার আওয়াজ শুনতে পায়নি । আর এই কারণে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ-রানাঘাট শাখার গোপালনগর রেল স্টেশনের কাছে।

train collision
ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

By

Published : Nov 3, 2020, 11:09 PM IST

বনগাঁ, 3 নভেম্বর : কানে হেডফোন। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁ-রানাঘাট শাখার গোপালনগর রেল স্টেশনের কাছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম অভীক গঙ্গোপাধ্যায় (17)। তার বাড়ি স্থানীয় রায়পুর গ্রামে। সে স্থানীয় একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর একটা নাগাদ গোপালনগর রামচন্দ্রপুর এলাকায় বনগাঁ-রানাঘাট শাখার গোপালনগর রেল স্টেশনের কাছে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটি দেখে স্থানীয় বাসিন্দারা চিনতে পারেন। পাশের গ্রামের বাসিন্দা অভীকের দেহ। মৃতদের কানে হেডফোন ছিল। প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, কানে হেডফোন দিয়ে ওই যুবক রেললাইন ধরে হাঁটছিল। তখন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

মৃত কিশোরের মা মিলি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, "সকাল সাতটায় ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল। দুপুরে পাড়ার লোকেরা জানান, রেললাইনের পারে একটি দেহ পড়ে রয়েছে। আমরা গিয়ে দেখি সেটা আমার ছেলে অভীকের দেহ। ছেলে মোবাইলে গেম খেলত। কানে হেডফোন দিয়ে গেম খেলাই ওর কাল হল।" বনগাঁ রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details