পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DYFI Planting Trees in Sundarbans : ম্যানগ্রোভ বাঁচাতে সুন্দরবনে বৃক্ষরোপণ বাম যুব সংগঠনের - DYFI tree planting initiative

বিপন্ন সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাচীর রক্ষায় গাছ লাগাতে উদ্দোগী হয়েছে ডিওয়াইএফআই (DYFI initiative in Sundarbans) ৷ রায়মঙ্গল নদীর বাঁধ লাগোয়া এলাকায় প্রায় 500 সুন্দরী, গড়ানের মতো ম্যানগ্রোভ উদ্ভিদ লাগায় তাঁরা ।

DYFI planting trees in Sundarbans to save Mangroves
Minakshi Mukherjee

By

Published : Apr 25, 2022, 9:24 PM IST

সুন্দরবন, 25 এপ্রিল : দাবি আদায়ের লড়াই শুধু নয়, এবার পরিবেশ রক্ষায় লড়াইকেও গুরুত্ব দিতে চলেছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI planting trees in Sundarbans to save Mangroves) । এই প্রথম কোনও রাজনৈতিক দলের গণসংগঠন পরিবেশ রক্ষার লড়াইকে তাঁদের কর্মসূচি করল । এবার সংগঠনের সর্বভারতীয় সম্মেলন হতে চলেছে বিধাননগরের ইজেডসিসি প্রেক্ষাগৃহে । সেই উপলক্ষে সংগঠনের রাজ্য কমিটির সদস্যরা এদিন সুন্দরবনের হেমনগর ব্লকের রায়মঙ্গল নদীর বাঁধ লাগোয়া এলাকায় প্রায় 500 সুন্দরী, গড়ানের মতো ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণ করেন । উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপ্যাধ্যায় । কেন্দ্রীয় কমিটির সদস্য হিমগ্নরাজ ভট্টাচার্য ও কলতান দাসগুপ্ত ।

ম্যানগ্রোভ বাঁচাতে সুন্দরবনে বৃক্ষরোপণ ডিওয়াইএফআইয়ের

বেশ কয়েক বছর ধরে লাগাতার বাঁধ কেটে মাছের ভেড়ি হচ্ছে সুন্দরবনের বিভিন্ন এলাকায় । নির্বিচারে চলছে ম্যানগ্রোভ ধ্বংসের কর্মকাণ্ড । ফুলে ফেঁপে উঠছে এলাকার কিছু প্রভাবশালী লোকজন । তবে ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে স্থানীয় মানুষের জীবন । বিগত বেশ কয়েক বছর ধরেই প্রাকৃতিক দুর্যোগের কবলে বার বার পড়ছে সুন্দরবন এলাকা । তার ভালোরকম প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, এমনকি কলকাতায় । ম্যানগ্রোভ জঙ্গল কমে যাওয়াতে দুর্যোগের যে প্রভাব যা আরও ভয়ংকর ভাবে পড়ছে জনজীবনের ওপর । তছনছ হয়ে যাচ্ছে বাড়ি ঘর থেকে লোকালয়, দোকানপাট । এই ঝড়ের ধাক্কা অধিকাংশই আটকে দেয় সুন্দরবনের ম্যানগ্রোভ প্রাচীর । অভিযোগ, তা এখন অনেকটাই আলগা হয়ে গিয়েছে কিছু মানুষের মুনাফা অর্জন করার জন্য ।

ম্যানগ্রোভ বাঁচাতে সুন্দরবনে বৃক্ষরোপণ ডিওয়াইএফআইয়ের

ডিওয়াইএফআই-এর দাবি, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার ম্যানগ্রোভ বাঁচাতে মুখে বললেও বাস্তবে তেমন কোনও পদক্ষেপ নিয়ে ওঠেনি । আমফানের পরে ম্যানগ্রোভ প্রাচীর তৈরির পরিকল্পনা জানিয়েছিলেন সেই সময়ের বনমন্ত্রী । তারপর বেশ কয়েকবছর কেটেছে সবটাই কথার কথা থেকে গিয়েছে ৷ মানুষের বঞ্চনা, বেঁচে থাকার নানা দাবি নিয়ে এত দিন লড়াই চালিয়েছে তাঁরা । এবার পরিবেশ বিপন্ন, সুন্দর বন বিপন্ন । তাই এই ম্যানগ্রোভ অরণ্য রক্ষা ও পরিবেশ রক্ষায় লড়াইয়ে নামল সিপিএমের যুব সংগঠন (DYFI tree planting initiative) ।

ম্যানগ্রোভ বাঁচাতে সুন্দরবনে বৃক্ষরোপণ ডিওয়াইএফআইয়ের

এদিন সংগঠনের সর্বভারতীয় নেতা হিমগ্নরাজ ভট্টাচার্য জানান, প্রায় 500 চারা গাছ রায়মঙ্গল নদীর ধারে বসিয়েছেন তাঁরা । বাঁধ ধরে বিভিন্ন এলাকায় এখন টানা এই কাজ চলবে । অগস্টে আরও কয়েক হাজার গাছ রোপণ করবেন তাঁরা । তাঁর কথায়, রাজ্যের শাসক দলের মদতে লাগাতার বাঁধ কেটে মাছের ভেড়ি হচ্ছে । ম্যানগ্রোভ কেটে ভেড়ি করা হচ্ছে । অন্যদিকে তার জেরে বিপন্ন হচ্ছে সুন্দরবন । প্রাকৃতিক ম্যানগ্রোভ প্রাচীর আজ শেষের মুখে । বড় ঝড়জলে তাই কলকাতাও তছনছ হয়ে যাচ্ছে । তিনি আরও বলেন, "আমরা মানুষের বেঁচে থাকার স্বার্থেই পরিবেশ ও সুন্দরবনকে রক্ষা করব৷"

আরও পড়ুন :Heat Wave Precautions : রাজ্যে তাপপ্রবাহের চোখ রাঙানি, পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা জারি শিক্ষা সংসদের

ABOUT THE AUTHOR

...view details