পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইছামতীতে ভাসানের উন্মাদনা ছিল, কিন্তু মিলন হল না দুই বাংলার - vijaya dashami, durga puja 2019

অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক গত বছরই ঘোষণা করে, ইছামতীতে ভাসন ঘিরে দুই বাংলার মিলন উৎসব করা যাবে না । চলতি বছরও একই নিয়ম জারি রইল । ইছামতীর মাঝ বরাবর BSF ও BGB-র কড়া নজরদারি ছিল ৷ দু'দেশের পতাকা বাঁধা নৌকা দিয়ে তৈরি করা হয়েছিল বিভাজন রেখা ৷ দু'পারে ভাসানের উন্মাদনা থাকলেও দুই বাংলার মিলন হল না এবারও ।

প্রতিমা নিরঞ্জন

By

Published : Oct 8, 2019, 11:16 PM IST

Updated : Oct 8, 2019, 11:23 PM IST

টাকি, 8 অক্টোবর : ইছামতীতে ভাসানের উন্মাদনা ছিল ৷ কিন্তু নিরাপত্তার বজ্র আঁটুনির জেরে মিলন হল না দুই বাংলার ৷ আজ দিনের শেষে এটাই ছিল উত্তর 24 পরগনার টাকিতে নিরঞ্জনের ছবি ৷

আগে দুর্গাপুজোর ভাসান ঘিরে বাড়তি উন্মাদনা থাকত উত্তর ২৪ পরগনার বসিরহাট ও টাকিতে । ভাসান ঘিরে ইছামতীতে দুই বাংলার মিলন উৎসব উদযাপিত হত । কিন্তু গত বছর থেকে প্রশাসনিক নিরাপত্তার কড়াকড়ির জেরে এই মিলন উৎসবের সুরে তাল কেটেছে । অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যার কারণে স্বরাষ্ট্রমন্ত্রক গত বছরই ঘোষণা করে, ইছামতীতে ভাসন ঘিরে দুই বাংলার মিলন উৎসব করা যাবে না । চলতি বছরও একই নিয়ম জারি রইল ।

দেখুন ভিডিয়ো...

মঙ্গলবার দুপুর থেকে ইছামতীর বুকে শুরু হয়েছিল নিরঞ্জন । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বসিরহাট ও টাকির বিভিন্ন বড় পুজো উদ্যোক্তারা প্রতিমা নিরঞ্জনের জন্য একে একে টাকি ফেরিঘাটে আসেন । সেখান থেকে পরপর প্রতিমা নৌকায় তুলে ভাসানের জন্য মাঝ নদীতে নিয়ে যাওয়া হয় ৷ ইছামতীর মাঝ বরাবর BSF ও BGB-র কড়া নজরদারি ছিল ৷ দু'দেশের পতাকা বাঁধা নৌকা দিয়ে তৈরি করা হয়েছিল বিভাজন রেখা ৷ ওপারে বাংলাদেশের খুলনা ৷ সেখানকার প্রতিমাগুলির নিরঞ্জন ইছামতীর ওপারেই হয় । দু'পারে ভাসানের উন্মাদনা থাকলেও দুই বাংলার মিলন হল না এবারও ।

Last Updated : Oct 8, 2019, 11:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details