পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কামারহাটিতে দুপুর তিনটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ দোকান-বাজার - shops and market will be close at kamarhati

সকাল ছয়টা থেকে দুপুর তিনটে পর্যন্ত বাজার এবং সমস্ত দোকান খোলা থাকবে কামারহাটিতে ৷ দুপুর তিনটের পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত দোকানপাট এবং বাজার ৷ মাক্স ব্যবহার না করলে, কিনবা বিধি নিষেধ না মানলে পুলিশ প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নেবে ৷

কামারহাটি
কামারহাটি

By

Published : Apr 28, 2021, 8:58 PM IST

কামারহাটি, 28 এপ্রিল : বরানগরের পর এবার কামারহাটি পৌর এলাকায় দোকান বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল । আগামীকাল থেকে দুপুর তিনটের পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত দোকানপাট এবং বাজার ৷

করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ সংক্রমণ আটকাতে গতকাল বরানগর পৌরসভা দোকান বাজার খোলা এবং বন্ধের সময় নির্ধারণ করে দেয় ৷ এরপর আজ কামারহাটি পৌরসভাও সেই ছক বেঁধে দিল ৷ সকাল ছয়টা থেকে দুপুর তিনটে পর্যন্ত বাজার এবং সমস্ত দোকান খোলা থাকবে ৷ দুপুর তিনটের পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত দোকানপাট এবং বাজার ৷ মাক্স ব্যবহার না করলে, কিনবা বিধি নিষেধ না মানলে পুলিশ প্রশাসন কঠোর হাতে ব্যবস্থা নেবে ৷

আরও পড়ুন : টুইট করে অক্সিজেন চেয়েছিলেন, যুবকের বিরুদ্ধে মামলা দায়ের যোগীরাজ্য়ে

কামারহাটি পৌরসভা এবং বেলঘড়িয়া থানা যৌথভাবে আজ সকাল থেকে বিভিন্ন বাজার ও রাস্তায় মাইকে প্রচার করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে ৷ কামারহাটি পৌরসভার প্রাক্তন স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিমল সাহা জানান, আগামীকাল থেকে সমস্ত বাজার দোকান সব বন্ধ থাকবে দুপুর তিনটের পর ৷ শুধু খোলা থাকবে দুধ, ওষুধ, জল প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ৷ ।

ABOUT THE AUTHOR

...view details