বনগাঁ, 22 সেপ্টেম্বর : তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সদস্যর বাড়ির বিদ্যুৎ পরিষেবা না থাকায় ট্রান্সফর্মারে তালা ঝুলিয়ে দিলেন সেই তৃণমূল নেত্রী ৷ যার জেরে মঙ্গলবার বিকেল থেকে মাঝরাত পর্যন্ত অন্ধকারে ডুবে রইল গোপালনগর থানার নতুনগ্রামের সুভাষিনী বিদ্যালয়ের আশপাশের বিস্তীর্ণ এলাকা । অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর নাম কাজল মণ্ডল । তিনি গোপালনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের 124 নম্বর বুথের সদস্য । পুলিশের সহযোগিতা না পেয়ে তালা ভাঙলেন স্থানীয়রা ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে হঠাৎই তৃণমূল নেত্রী কাজল মণ্ডল-সহ গ্রামের কয়েকটি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় । নিজের বাড়িতে বিদ্যুৎ না থাকায় মঙ্গলবার বিকালে এলাকার ট্রান্সফর্মার শাটডাউন করে তালা লাগিয়ে দেন কাজল । ফলে বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায় । সন্ধ্যা নামতেই অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় গোটা গ্রাম ।
আরও পড়ুন :Barasat Waterlogging : জল না নামায় বারাসতে বিক্ষোভ
স্থানীয় বাসিন্দারা কাজলকে তালা খুলে দিতে বললে তিনি সাফ জানিয়ে দেন, আমার বাড়িতে যখন বিদ্যুৎ নেই কারোর বাড়িতে থাকবে না । পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হন গ্রামবাসীরা । স্থানীয়দের অভিযোগ পুলিশ এসেও তালা খুলতে না পারায় পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা । পরবর্তীতে পুলিশের সামনেই গ্রামবাসীরা তালা ভেঙে বিদ্যুৎ পরিষেবা চালু করেন ।
বেআইনিভাবে জোর করে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় পঞ্চায়েত সদস্যর শাস্তির দাবি করেছে গ্রামের বাসিন্দারা । যদিও এ বিষয়ে ওই পঞ্চায়েত সদস্যর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও বক্তব্য দিতে চাননি । উল্টে সাংবাদিকরা খবর করতে যাওয়ায় তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন কাজল মণ্ডলের অনুগামীরা ।