বাগুইআটি, 28 নভেম্বর: পারিবারিক বিবাদের জেরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী'র মুখে অ্যাসিড ছোড়ার অভিযোগ । সোমবার দুপুরের এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ ৷ আজ মঙ্গলবার ধৃতকে বারাসত আদালতে পেশ করা হবে ৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ ৷ ঘটনায় আহত স্বামী ও স্ত্রীকে নিয়ে আসা হয় বিধাননগর মহকুমা হাসপাতালে ।
সাত মাস ধরে বাপের বাড়িতে থাকা স্ত্রী'কে সোমবার দুপুরে নিজের বাড়িতে ডাকে তাঁর স্বামী ৷ স্ত্রী শ্বশুরবাড়ি ফিরতেই তাঁকে অ্যাসিড ছুড়ে আক্রমণ করে ওই ব্যক্তি ৷ যদিও তার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। এদিন দুপুরে বাপের বাড়ি থেকে নিজের বাড়িতে ডেকেছিল অভিযুক্ত স্বামী ৷ তারপর আচমকাই স্ত্রী'কে মগে রাখা অ্যাসিড ছুড়ে মারেন বলে অভিযোগ ।
মহিলার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর দেওয়া হয় বাগুইআটি থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে স্বামীকে আটক করলেও পরে গ্রেফতার করে। অভিযুক্তের দাবি, স্ত্রী'র উপর অ্যাসিড হামলা করেনি সে। আচমকাই অ্যাসিড তাঁর গায়ে পড়ে গিয়েছে । এই ঘটনায় সে নিজেও আহত হয়েছে বলে জানায় অভিযুক্ত ৷ তবে পুলিশ ভ্যানে দু'জনকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযুক্ত বারবার স্ত্রী'কে মুখ খুলতে না করছিল ৷ সে বারবারই জানায়, এটা একটা দুর্ঘটনাবশত হয়ে গিয়েছে ৷ যদিও আহত মহিলা জানিয়েছেন স্বামীই অ্যাসিড ছুড়েছেন তাঁকে লক্ষ্য করে ৷
মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই স্বামীকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । এর আগেও বাগুইআটি থানার অন্তর্গত এলাকায় অ্যাসিড ছোড়ার ঘটনা ঘটেছে ৷ এলাকার লোকজনকে জিজ্ঞাসা করা হচ্ছে এই স্বামী-স্ত্রীর মধ্যে কোনও গণ্ডগোল বা ঝামেলা প্রায়ই হত কি না ৷ এছাড়াও পরিবারের লোকজনদেরও জিজ্ঞাসা করা হচ্ছে ৷