কচুয়া, 23 অগাস্ট : কচুয়া দুর্ঘটনায় ইতিমধ্যে চারজনের মৃত্যু হয়েছে (অসমর্থিত সূত্রে খবর) ৷ আশঙ্কাজনক একাধিক ৷ আহত এক পুণ্যার্থী জানান, ভিড়ের চাপে দাঁড়াতে পারছিলেন না তাঁরা ৷ পরে সবাই দোকান সহ পুকুরে পড়ে যান ৷
"ঠেলাঠেলিতে দোকান সহ সবাই পুকুরে চলে যায়, পরে অজ্ঞান হয়ে যাই" - due-to-crowd-pressure-we-fell-on-ground-after-that-become-senseless
কচুয়া দুর্ঘটনায় ইতিমধ্যে চারজনের মৃত্যু হয়েছে (অসমর্থিত সূত্রে খবর) ৷ আশঙ্কাজনক একাধিক ৷ মৃত পুণ্যার্থীদের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
!["ঠেলাঠেলিতে দোকান সহ সবাই পুকুরে চলে যায়, পরে অজ্ঞান হয়ে যাই"](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4217766-thumbnail-3x2-lady.jpg)
তিনি বলেন, "বাবার মাথায় জল ঢালতে গেছিলাম ৷ লম্বা লাইন ছিল ৷ পাশেই পুকুর । পুকুরের ধারে খুব ভিড় ছিল৷ এত ভিড়ের চাপ দাঁড়াতে পারিনি ৷ পরিবারে পাঁচ-ছ'জন ছিলাম ৷ ঠেলাঠেলিতে আলাদা হয়ে যাই ৷ পরে পাঁচিল ভেঙে যায় ৷ পাশে থাকা দোকান সহ সবাই পুকুরে চলে যায় ৷ কয়েকজন পড়ে গেছিলাম । তারপর অজ্ঞান হয়ে যাই৷"
দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল মেডিকেলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মৃত পুণ্যার্থীদের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি ৷ আহতদের 1 লাখ টাকা সাহায্য এবং কম আহতদের 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন ।