পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুল বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে 'দুয়ারে সরকার' শিবির, শোরগোল বারাসতে - স্কুল বন্ধ

Duare Sarkar Camp At School: বারাসতে স্কুল বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে 'দুয়ারে সরকার' শিবির করার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ৷

Duare Sarkar Camp At School
বারাসাতে স্কুল বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে দুয়ারে সরকার

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 11:01 PM IST

Updated : Dec 21, 2023, 11:03 AM IST

স্কুল বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে 'দুয়ারে সরকার' শিবির

বারাসত, 20 ডিসেম্বর:স্কুল বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানেই ধুমধাম করে চলল 'দুয়ারে সরকার' শিবির । শিবির ঘিরে তৈরি হয়েছে বিতর্ক । ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে। প্রশ্ন উঠেছে স্কুল বন্ধ করে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানে 'দুয়ারে সরকার' শিবির চালাতে পারে সরকার! প্রশাসনই বা কেন শিক্ষা প্রতিষ্ঠানকেই এই শিবির করার জন্য বেছে নিল ? তাহলে পড়ুয়াদের পড়াশোনার চেয়ে 'দুয়ারে সরকার' শিবির করাটা কি বেশি গুরুত্বপূর্ণ ? এমনই সব প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে বিভিন্ন মহলে।

যদিও স্কুল বন্ধ করে 'দুয়ারে সরকার' শিবির করার অভিযোগ মানতে চাননি স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুমিত সাহা । আর, হাতে গরম ইস্যু পেয়ে এই নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করতে ভোলেনি গেরুয়া শিবিরও । রাজ‍্যজুড়ে এখন চলছে 'দুয়ারে সরকার' শিবির । অষ্টম বর্ষে পা দেওয়া রাজ‍্য সরকারের নতুন 'দুয়ারে সরকার' শিবির চালু হয়েছে 15 ডিসেম্বর থেকে চলবে 30 ডিসেম্বর পর্যন্ত । বারাসতে বুধবার পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বনমালিপুরে ঘটা করে চলে এই 'দুয়ারে সরকার' শিবির । তবে, কোনও কমিউনিটি সেন্টার কিংবা অন্য কোনও জায়গায় মঞ্চ বেঁধে হয়নি এই শিবির ৷ শিবিরের জন্য় বেছে নেওয়া হয়েছিল একটি গার্লস স্কুল ৷

সূত্রের খবর, 'দুয়ারে সরকার' শিবিরের জন্য বুধবার স্কুল বন্ধ রাখার কথা বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়ে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে । যা নোটিশ বোর্ডে এখনও জ্বলজ্বল করছে । নোটিশ দিয়ে স্কুল বন্ধ রেখে 'দুয়ারে সরকার' শিবির হওয়ার বিষয়টি প্রকাশে আসতেই বিতর্ক দানা বেঁধেছে । শুরু হয়েছে হইচই ৷

তবে এনিয়ে রাজনীতির অন্দরে জলঘোলা হলেও তাতে কর্ণপাত করতে নারাজ স্থানীয় প্রশাসন । মূলত,এই শিবির থেকে বারাসত পৌরসভার 13, 14 এবং 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পরিষেবা প্রদান করা হয়েছে । মোট 36টি প্রকল্পের সুবিধা পেতে হাজির হন তিনটি ওয়ার্ডের কয়েকশো বাসিন্দা ।

তৃণমূল কাউন্সিলর সুমিত সাহা বলেন,"প্রথমত এটা তৃণমূলের কোনও কর্মসূচি নয়! সম্পূর্ণ রাজ‍্য সরকারের। দ্বিতীয়ত স্কুল বন্ধ রাখার কথা আমি জানিনা । যেটুকু শুনেছি স্কুলের প্রায় সমস্ত ক্লাসেরই বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে । নতুন শিক্ষা বর্ষ শুরুর মুখে । স্কুল বন্ধ রেখে কোনও কর্মসূচি আমরা করি না । যাঁরা এটা নিয়ে অভিযোগ করছে তাঁরা শুধু রাজনীতি করার জন্য এসব বলছে । আমরা সবসময় মানুষের পাশে থেকে পরিষেবা প্রদান করি । আর বিরোধীরা উন্নয়ন নিয়েও রাজনীতি করে । এটাই ওদের সঙ্গে আমাদের তফাৎ ৷"

অন‍্যদিকে,এনিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছে গেরুয়া শিবির।এই বিষয়ে বিজেপির রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র বলেন,"শিক্ষা প্রতিষ্ঠানকে লাটে তোলার যাবতীয় পরিকল্পনা হাতে নিয়েছে তৃণমূল সরকার । এরা কখনও চাইনা মানুষ পড়াশোনা করে শিক্ষিত হোক । তা না হলে স্কুল বন্ধ রেখে 'দুয়ারে সরকার' শিবির হতে পারে না। আমরা এর তীব্র বিরোধিতা করছি ।" এই নিয়ে মুখ খোলেনি স্কুল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন:

  1. অভিযোগ জানাতে বিচারপতির বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা, রাস্তায় দাঁড়িয়ে পরামর্শ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
  2. সরকারি প্রকল্প থেকে বিজেপি কেন বঞ্চিত, মুখ্যসচিবকে প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দুর
  3. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি
Last Updated : Dec 21, 2023, 11:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details