শাসন, 1 ডিসেম্বর : বারাসত দু'নম্বর ব্লকের শাসনে "দুয়ারে দুয়ারে সরকার" কর্মসূচির সূচনা করলেন জেলাশাসক সুমিত গুপ্তা । আজ শাসনের চৌমা হাইস্কুলে বিশেষ শিবির খুলে উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা তুলে দেওয়া হয় । শোনা হয় তাঁদের অভাব অভিযোগের কথাও । শিবিরে জেলাশাসকের সঙ্গে হাজির ছিলেন জেলাপরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, অতিরিক্ত জেলাশাসক(ভূমি) ইউনুস রিচিন ইসমাইল,স্থানীয় BDO অর্ঘ্য মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, BLRO শর্মিষ্ঠা বন্দোপাধ্যায়-সহ প্রশাসনের আধিকারিকরা ।
গোটা রাজ্যের সঙ্গে আজ উত্তর 24পরগনা জেলাতেও শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষিত "দুয়ারে দুয়ারে সরকার" কর্মসূচি । সরকারি প্রায় 12টি প্রকল্প সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতেই এই কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও ভোটের আগে রাজনীতি করতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের । যদিও সেই অভিযোগকে পাত্তা দিতে নারাজ শাসকদল । বরং তাঁরা মুখ্যমন্ত্রীর কর্মসূচির রূপায়ণ করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন । সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জেলার বিভিন্ন জায়গায় বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে প্রশাসনের তরফে । যার ব্যতিক্রম নয় বারাসত দু'নম্বর ব্লকের শাসনও । এখানে চৌমা হাইস্কুলে বিশেষ শিবির খুলে সরকারি পরিষেবা প্রদানের কাজ শুরু হয়েছে । যা চলবে আগামী প্রায় দু-মাস ।