পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনগাঁয় খুন নির্মাণ শ্রমিক - বনগাঁয় ব্যক্তি খুন

মৃতের পরিবারের অভিযোগ, সবুর মণ্ডল নামে এক ব্যক্তি খুন করেছে । অভিযোগের ভিত্তিতে সবুরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ।

Murder
Murder

By

Published : Jul 16, 2020, 6:09 AM IST

বনগাঁ, 16 জুলাই : বাড়ির পিছনে জলা জঙ্গল থেকে উদ্ধার হল এক নির্মাণ শ্রমিকের দেহ। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁর রামচন্দ্রপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বাসুদেব মণ্ডল (47)। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ সবুর মণ্ডল নামে একজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বাসুদেব বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাত সাড়ে 10টা নাগাদ পাশের গ্রামের বাসিন্দা সবুর মণ্ডল পরিবারের লোকেদের খবর দেয়, বাসুদেব মদ্যপ অবস্থায় বাড়ির পিছনে পড়ে আছে । খবর পেয়ে বাড়ির লোক ছুটে গিয়ে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবারের অভিযোগ, সবুরই বাসুদেবকে খুন করে জলের মধ্যে দিয়ে টানতে নিয়ে এসে বাড়ির পিছনে ফেলে রেখে পরে সে-ই বাড়িতে খবর দেয়। পরিবারের লোকেরা সবুরের বিরুদ্ধে বনগাঁ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত সবুরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details