পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতে নবনির্মিত সাবওয়েতে নিম্নমানের কাজ, ক্ষুব্ধ DRM - unsatisfied

যাত্রীসুরক্ষার হালহকিকত জানতে DRM-এর সারপ্রাইজ় ভিজিট । আর তাতেই উঠে এল নানা অনিয়ম । বারাসতে নবনির্মিত সাবওয়ের নিম্নমানের কাজ নিয়ে DRM প্রভাস দানসেনা অসন্তোষ প্রকাশ করলেন ৷

বারাসত

By

Published : Sep 14, 2019, 6:03 PM IST

বারাসত, 14 সেপ্টেম্বর : যাত্রীসুরক্ষার হালহকিকত জানতে DRM-এর সারপ্রাইজ় ভিজিট । আর তাতেই উঠে এল নানা অনিয়ম । বারাসতে নবনির্মিত সাবওয়ের নিম্নমানের কাজ নিয়ে DRM প্রভাস দানসেনা অসন্তোষ প্রকাশ করলেন ৷ হাবরা স্টেশনে হকারদের জবরদখল নিয়েও তিনি অসন্তুষ্ট । বনগাঁ স্টেশনের যাত্রীসুরক্ষার বেশ কিছু অনিয়মও তাঁর দৃষ্টি এড়ায়নি ।

আজ সকালে শিয়ালদা-বনগাঁ শাখার যাত্রী পরিষেবার মান খতিয়ে দেখেন প্রভাস দানসেনা । সকালে প্রথমে তিনি বারাসত স্টেশনের বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখেন । বারাসতের 12 নম্বর রেলগেটে নবনির্মিত সাবওয়ে পরিদর্শন করেন । বারাসত রেলওয়ে স্টেশনের স্বাস্থ্যকেন্দ্র, RPF অফিস, GRP থানা ও স্টেশনে বিভিন্ন পরিষেবার বিষয়ও খতিয়ে দেখেন । তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসতের নবনির্মিত সাব‌ওয়ের নিম্নমানের কাজের কথা স্বীকার করেন । তিনি বলেন, "সাবওয়ে নির্মাণে ত্রুটি ছিল । সাবওয়ে নিয়ে আমাদের কাছে বেশকিছু অভিযোগ এসেছে । আমরা সব অভিযোগ খতিয়ে দেখছি । তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।"

প্রসঙ্গত গত 16 জুলাই বারাসত 12 নম্বর রেলগেটের পাশে সাব‌ওয়েটি চালু হয় । কিন্তু, চালু হওয়ার সাত দিন পর থেকেই ছাদ থেকে জল চুঁইয়ে পড়তে শুরু করে । সাব‌ওয়ের ভিতরে জমে থাকা জল ভেঙেই পথচলতি মানুষ চলাচল করতে বাধ্য হন । বিষয়টি নিয়ে শোরগোল হতেই রেলের পক্ষ থেকে কোনওরকমে সাব‌ওয়ের ভিতরে জল আটকানোর চেষ্টা করা হয় । ঘটনার বিরুদ্ধে CPI(M)-এর যুব ও ছাত্র সংগঠন আন্দোলনে নামে । এই বিষয়ে কাটমানির পোস্টার‌ও পড়ে । আজ সাব‌ওয়ে পরিদর্শন করে ত্রুটির কথা স্বীকার করে নেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের DRM ৷

বারাসত, বনগাঁ ও বসিরহাট শাখার বিভিন্ন স্টেশনে যাত্রীদের জন্য রেলওয়ের পানীয় জল, শৌচালয় ও যাত্রীশেড নেই । সেই বিষয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে DRM বলেন, "সব বিষয়ে একটি নিয়ম রয়েছে, টিকিট বিক্রির উপর নির্ভর করে সেখানে কী ধরনের পরিষেবা থাকবে । যেখানে যেখানে প্রয়োজন সেখানে কাজ চলছে । আরও কিছু প্রয়োজন হলে তা দেওয়া হবে ।"

বারাসত সাবওয়ে পরিদর্শনের পর DRM হাবরা স্টেশন পরিদর্শন করেন । হাবরা স্টেশনের তিনটি প্ল্যাটফর্ম হকারদের জবরদখলে চলে গেছে । যাত্রীদের দাঁড়ানোর জায়গাও নেই । DRM তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ৷ সেখানে তিনি বলেন, "শিয়ালদা-বনগাঁ একটি গুরুত্বপূর্ণ শাখা । যাত্রীদের স্বাচ্ছন্দ্যই আমাদের লক্ষ্য । যাত্রীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করি । পরিষেবা উন্নত করার জন্য আগামীদিনে পূর্বাঞ্চলীয় অধিকর্তা পরিদর্শনে আসবেন । ইতিমধ্যে যাত্রীরা মোবাইলে রেলের বিভিন্ন অ্যাপ ব্যবহার করছেন ।"

ABOUT THE AUTHOR

...view details