পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনগাঁয় চলন্ত ট্রাকের উপর গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু চালকের - মৃত চালক

এদিন রাত সাড়ে দশটায় একটি ট্রাক বনগাঁ-চাকদা সড়ক দিয়ে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল । কালীবাড়ি এলাকায় রাস্তার পাশের একটি শিশু গাছের বড় ডাল আচমকাই ওই গাড়ির উপর ভেঙে পড়ে । তাতেই মৃত্যু হয় যুবক চালকের ৷

driver-died-when-branches-of-a-tree-broke-on-a-moving-truck-at-bongaon
driver-died-when-branches-of-a-tree-broke-on-a-moving-truck-at-bongaon

By

Published : Jun 25, 2021, 4:46 AM IST

বনগাঁ, 25 জুন : চলন্ত গাড়ির উপরে রাস্তার ধারের গাছর ডাল ভেঙে পড়ে মৃত্যু হল যুবক ট্রাক চালকের । আহত হয়েছেন গাড়ির খালাসি । মৃত চালকের নাম টোটন বিশ্বাস । চালক বনগাঁ জপুর মাঠপাড়ার বাসিন্দা । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার বনগাঁ-চাকদা সড়কের কালীবাড়ি এলাকায় ।

এদিন রাত সাড়ে দশটায় একটি ট্রাক বনগাঁ-চাকদা সড়ক দিয়ে বাংলাদেশের উদ্দেশে যাচ্ছিল । কালীবাড়ি এলাকায় রাস্তার পাশের একটি শিশু গাছের বড় ডাল আচমকাই ওই গাড়ির উপর ভেঙে পড়ে । বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন ৷ তারাই চালক ও খালাসিকে উদ্ধার করেন । আহত অবস্থায় তাঁদের বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানকার চিকিৎসকরা জানান, চালক মৃত ৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন গাড়ির খালাসি ।

চলন্ত ট্রাকের উপর গাছের ডাল পড়ে মৃত চালক

আরও পড়ুন:দুর্ঘটনায় মৃত ব্যক্তি, দুর্ঘটনাগ্রস্ত লরি থেকে মাছ কুড়াতে ভিড়

এই ঘটনায় প্রায় এক ঘণ্টার ধরে বনগাঁ-চাকদা সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ । পুলিশের তৎপরতায় গাছের ডাল ও গাড়িটিকে সরানো হয় । স্বাভাবিক হয় যান চলাচল ।

ABOUT THE AUTHOR

...view details