নাগেরবাজার, 23 সেপ্টেম্বর: নাগেরবাজারে বৃদ্ধ খুনের ঘটনায় গ্রেফতার গাড়ি চালক সৌরভ মণ্ডল ৷ বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ আজ ব্যারাকপুর কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অজয় প্রসাদ জানান, গত 15 সেপ্টেম্বর কল্যাণ ভট্টাচার্যের বিলাসবহুল গাড়ি নিয়ে দিঘা যেতে চেয়েছিলেন চালক সৌরভ ৷ সেটি না দেওয়ায় বৃদ্ধের সঙ্গে বচসা ও হাতাহাতি হয় তাঁর ৷ সেই সময় বৃদ্ধকে শ্বাসরোধ করে খুন করেন সৌরভ মণ্ডল ৷ শুক্রবার রাতে দিঘা থেকে ফেরার সময় তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন ট্রেস করে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ ৷
ব্যারাকপুর কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অজয় প্রসাদ জানিয়েছেন, সৌরভ মণ্ডলকে শুক্রবার রাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে তিনি জানান, মালিক কল্যাণ ভট্টাচার্যের কাছে কয়েকদিনের জন্য তাঁর বিলাস বহুল গাড়িটি চেয়েছিলেন সৌরভ ৷ মূলত তাঁর 15 সেপ্টেম্বর বন্ধুদের নিয়ে দিঘা যাওয়ার কথা ছিল ৷ সেই সময় কল্যাণবাবু তাঁকে 15 তারিখে আসার কথা বলেন ৷ সেই সঙ্গে জানান, ওইদিন তিনি গাড়ি দেবেন কিনা জানাবেন ৷